আয় কে যাবি সঙ্গে আমার - Ay Ke Jabi Songe Amar
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
আয় কে যাবি সঙ্গে আমার, আয় কে যাবি সঙ্গে আমার
নবীর দেশে আয়, নবীর দেশে আয় |
যেথা মরুর ধুল মুগ্ধ হল, যেথা মরুর ধুল মুগ্ধ হল
লেগে নবীর পায়, লেগে নবীর পায় |
আয় কে যাবি সঙ্গে আমার, আয় কে যাবি সঙ্গে আমার
নবীর দেশে আয়, নবীর দেশে আয় |
সেথাই গিয়ে প্রশ্ন আমি করবো জনে জনে, সেথাই গিয়ে প্রশ্ন আমি করবো জনে জনে
পথে চলতে আনমনে, পথে চলতে আনমনে, পথে চলতে আনমনে
কোনদিকে ভাই হেরার পাহার, কোনদিকে ভাই হেরার পাহার, বলে দাও আমায় |
আয় কে যাবি সঙ্গে আমার, আয় কে যাবি সঙ্গে আমার
নবীর দেশে আয়, নবীর দেশে আয় |
একা একা খুঁজব আমি বদর দিকে দিকে, একা একা খুঁজব আমি বদর দিকে দিকে
হজ্জের খুশি নিয়ে বুকে, হজ্জের খুশি নিয়ে বুকে, হজ্জের খুশি নিয়ে বুকে
মুক্তির দিক্ষা নেব সেথায়, মুক্তির দিক্ষা নেব সেথায়
গভীর পিপাশায়, গভীর পিপাশায় |
আয় কে যাবি সঙ্গে আমার, আয় কে যাবি সঙ্গে আমার
নবীর দেশে আয়, নবীর দেশে আয় |
যেথা মরুর ধুল মুগ্ধ হল, লেগে নবীর পায়
যেথা মরুর ধুল মুগ্ধ হল, লেগে নবীর পায় |
আয় কে যাবি সঙ্গে আমার, আয় কে যাবি সঙ্গে আমার
নবীর দেশে আয়, নবীর দেশে আয় |