হঠাৎ করে জীবন দেওয়া - Hotat Kore Jibon Deya
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
হঠাৎ করে জীবন দেয়া
খুবই সহজ তুমি জান কি ?
কিন্তু তিলে তিলে অসহ জ্বালা সয়ে
খোদার পথে জীবন দেয়া
নয়তো সহজ তুমি মানো কি ?
আবেগ সে তো হঠাৎ আগুন
একটু তাপেই জ্বলবে দ্বিগুণ
সেই আবেগে গুলীর মুখে
বক্ষ পেতে দেয়া যেতেও পারে
কিন্তু বিবেক দিয়ে কঠিন শপথ নিয়ে
খোদার রঙে জীবন রাঙানো
নয়তো সহজ তুমি মানো কি ?