মতিউর রহমান মল্লিক

এসো গাই আল্লাহ নামের গান-Eso Gai Allah Namer Gaan

কথা ও সুর: মতিউর রহমান মল্লিক

এসো গাই আল্লাহ নামের গান

এসো গাই গানের সেরা গান

তনুমনে তুলবো তুমুল

তূর্য তাল ও তান ॥


পাখনা মেলে উড়লে পাখি

গায় কি ও নাম ডাকি ডাকি

আকাশ নীলে মেঘের ভেলা

নিত্য চলমান ॥


ঢেউ সে দুলে দুলে বুঝি

সাত সাগরে বেড়ায় খুঁজি

ওই নামেরই অরূপ রতন

হীরা ও কাঞ্চন ॥


মাঠে মাঠে বনে বনে

সবুজ সবুজ আলাপনে

ওই নামেরই আলোকধারা

জমিন ও আসমান ॥

সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান লিরিক্স -sunnat noy shudu dawter mehman
রোজার শেষে ঈদ এসেছে খুশির জোয়ার অন্তরে Khushir Jowar | Jaima Noor
আপন ভাবি আমি যারে- Apon Vabi Ami Jare
ওগো দয়াময় লিরিক্স ইকবাল এইচজে -Doyamoy
তোরা মার্কিনী সেই পণ্য-জাগ্রত কবি মুহিব খান
যেখানেই থাকি আমি যেভাবেই রই Shodachari Hoi | Jaima Noor
হিজল বনে পালিয়ে গেছে পাখি লিরিক্স-Hijol Bon
আমার জীবনের তামান্না-Amar Jiboner Tamanna
তুমি কত সুন্দর কি করে বোঝাই লিরিক্স- Tumi koto sundhor ki kore bujhai lyrics
আমার একটা মন ছিল । জাইমা নূর । Amar Ekta Mon Chilo । Jaima Noor