আম্মা বলেন ঘর ছেড়ে তুই -Amma Bolen Ghar Chhere Tui

কথা ও সুর: মতিউর রহমান মল্লিক


সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত
কার কাছে মন খুলে দেয়া যায়
কার কাছে সব কথা বলা যায়
হওয়া যায় বেশি আশ্বস্ত
তাঁর নাম আহমাদ বড় বিশ্বস্ত ॥

যে জন কখনও ব্যথা দিতে জানে না
যে জন কেবলই মুছে দেয় বেদনা
হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর
কার বুক এত প্রশস্ত ॥

মহানবী বলে তারে কেউবা ডাকে
আমি ডাকি প্রিয়তম
সে আমার ধ্যান ভালোবাসা প্রেম
মধুময় মনোহর স্বপ্ন সম।
যে জন করুণার অনুপম উপমা
যার মত মরমী/দরদী কোথাও আর মেলে না
জীবনের আঙিনা আবাদ করে দিতে আর
কার বুক এত প্রশস্ত ॥
ছয়টি ঋতুর খেলা লিরিক্স-Chhoyti ritur khela | Motiur Rahman Mollik Lyrics
ভুলতে পারিনা বলতে পারিনা- Vulte Parina bolte parina
বায়াতের অর্থ হলো রবের নিকট শপথ করা | Bayat Song lyrics | সাইমুম শিল্পী গোষ্ঠী
তুমি আছো হৃদয়ের গভীরে লিরিক্স । Tumi Acho Ridoyer Govire Lyrics
কোরবানি দাও এমন যাতে আল্লাহ খুশি হয় লিরিক্স-Qurbani Dao
আন্তর্জাতিক ক্বেরাত ও নাশিদ মাহফিল
নামাজ নিয়ে অসাধারণ ইসলামী সংগীত । Salate Esho । সালাতে এসো । Tahsinul Islam । Khizir Muhammad
কান্না চলে আসার মত গজল । Charbe Dunia । ছাড়বে দুনিয়া । Shafin Ahmad
ওগো প্রাণো প্রিয় নাবি লিরিক্স-Ogo Prano Priyo Nabi
যা কিছু করতে চাও লিরিক্স - Ja Kichhu Karte Chhao Lyrics