সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত -Se Kon Bondhu Bolo

কথা ও সুর: মতিউর রহমান মল্লিক

সে কোন বন্ধু বল বেশী বিশ্বস্ত
কার কাছে মন খুলে দেওয়া যায়
কার কাছে সব কথা বলা যায়
হওয়া যায় বেশী আশ্বস্ত
তার নাম আহমদ বড় বিশ্বস্ত।
 

যে জন কখনো ব্যাথা দিতে জানেনা
যে জন কেবলই মুছে দেয় বেদনা
হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর
কার বুক এত প্রশ্বস্ত
তার নাম আহমদ বড় বিশ্বস্ত।

 
মহানবী বলে তারে কেউ বা ডাকে
আমি ডাকি প্রিয়তম
সে আমার ধ্যান ভালাবাসা প্রেম
মধুময় মনোহর স্বপ্ন সমর

 

যে জন করুণার অনুপম উপমা
যার মত মরমী/দরদী কোথায় আর মিলেনা
জীবনের আঙ্গিনায় আবাদ করে দিতে আর
কার বুক এত প্রশ্বস্ত
তার নাম আহমদ বড় বিশ্বস্ত।
জন্ম যদি হতো | Jonmo Jodi Hoto | মাহজুবা | Saimum lyrics
অশ্লীলতা দূর করে দাও | Siamer Dak lyrics | সাইমুম শিল্পী গোষ্ঠী
মইরা গেলে ফিইরা আসেনা | Moira Gele Fira Asena | Misa Sawdagar | Muhammad Badruzzaman
আজো সেই কুরআন আছে হাদিস আছে | Ajo Sei Quran Ache
পারবিনে তুই রাখতে রোজা লিরিক্স- Parbine Tui-Humayra Afrin Era
প্রতিটি শিশুই ফুলের কলির মতোই | Swapno Choriye Daw lyrics | সাইমুম শিল্পী গোষ্ঠী
যা কিছু করতে চাও লিরিক্স - Ja Kichhu Karte Chhao Lyrics
স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা লিরিক্স- Sadinota chaini ami ei sadinota lyrics আইনুদ্দীন আল আজাদ
আসসালাতু আসসালামু - ssalatu Assalamu
আমার একটা মন ছিল । জাইমা নূর । Amar Ekta Mon Chilo । Jaima Noor