এলো কে কাবার ধারে-Elo Ke Kabar Dhare

মতিউর রহমান মল্লিক


এলো কে কাবার ধারে আঁধার চিরে চিনিস নাকি রে

ও কে ও মা আমিনার কোল জুড়ে চাঁদ জানিস নাকি রে ॥


মুতালিব আজকে কেন বেহুঁশ হেন বক্ষে খুশির বান

বেদনার সুপ্ত ক্ষতে হাত বুলাতে কার এ আগমন

সাহারার হৃদয় ভরা ঝর্ণাধারা বইলো নাকি রে ॥


বাগিচায় ছন্দ বিলায় বুলবুলি হায় আজ সে দিওয়ানা

চুমু খায় প্রেমের ভাষায় গভীর নেশায় পেয়েই পরওয়ানা

গোলাপের অধর ভরে খুশবু ঝরে রয় না বাকি রে ॥


আকাশে ভোরের রবি মুগ্ধ কবি আবেগ ছলছল

বাতাসে ছন্দ অতুল গন্ধ বকুল সোহাগ টলমল

সাগরের ঊর্মি মালায় দুদোল দোলায় কার এ রাখী রে ॥


বেদুইন থমকে দাঁড়ায় দৃষ্টি ছড়ায় নিবিড় আনন্দে

সওয়ারির লেগাম টানে কাবার পানে জান্নাতী ছন্দে

হৃদয়ের গভীর দেশে কার পরশে খুললো আঁখি রে ॥


মানাতের শেষ হলো দিন আজকে বিলীন ঘোর আঁধারের যুগ

কাবাঘর দীপ্ত আবার আলোয় হেরার সমাপ্ত দুর্ভোগ

কালেমার শহদ বিলায় আঁধার পাড়ায় এ কোন সাকী রে ॥

ইরানের নিভলো আগুন জ্বললো দ্বিগুণ তাওহীদী রওশান

দানবের ঘর ভেঙ্গে তাই গড়লো সেথায় বেহেশতী গুলশান

আজাজিল আজ হতবাক এ কোন বিপাক আসলো হাঁকি রে ॥


আমিও সেই সে নবীর দীপ্ত রবির আশিক দিওয়ানা

রাহে তার যা কিছু সব বেলা হিসাব দেবই নজরানা

জিহাদের ময়দানে তাই যাই চলে যাই স্বপ্ন আঁকি রে ॥

বাবা নেই - জাইমা নূর | Baba Nei | Jaima Noor
Amantu Billah | আমানতু বিল্লাহ | জাইমা নূর
কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি লিরিক্স-Ke Gorechen Akash Mati
এই মৃত্যুর মিছিলে আমারই নাম তুমি রেখোনা লিরিক্স
ওরে কে বলে আরবে নদী নাই | Ke Bole Arobe Nodi Nai সাইমুম শিল্পী গোষ্ঠী
কান্না চলে আসার মত গজল | Kafon Amar Apon | কাফন আমার আপন | Hujaifa Islam, Kalarab, Holy Tune
কালো জংশন | Abstract Song | Kalo Jongshon | Aminul Islam Mamun | Kalarab
কুরআন মধুর বানী ৩-Quran Modhur Bani 3
আমার নবীর ভালোবাসা -Amar Nabir Valobasa
অসাধারন শিক্ষনীয় একটি গজল - Baby Najnin - দিল হয় সাচ্চা - New Official Video