মতিউর রহমান মল্লিক

কথা ও  সুর : কবি মতিউর রহমান মল্লিক 

রাসুল আমার ভালোবাসা

রসুল আমার আলো আশা

রাসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা

রাসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা।


যখন দারুন দুঃখ নামে

আমার জীবন জুড়ে।

বিপদ আপদ মুসিবতে

মরি পুড়ে পুড়ে।

তখন তোমার শৈশব কৈশোর

জোগায় শান্ত্বনা।


আশাহত জীবন যখন

দুর্বিষহ লাগে।

ব‍্যর্থ এবং পরাজিত

স্মৃতি গুলো জাগে।

তখন তোমার বদর ওহুদ

জুড়ায় যন্ত্রনা।


কত রকম রাজার নীতি

প্রজার নীতি দেখলাম।

দুঃখ হায়রে দুঃখ ছাড়া

আর কিছু না পেলাম।

তাইতো শুধু

তাইতো শুধু মনে পড়ে

সোনার মাদিনা।

নেতার মত নেতা যখন

পাইনা কোথাও খুঁজে।

কাঁদি হাইরে কাঁদি শুধু

এই দুটি চোখ বুজে।

তখন তোমার স্মরণ আমায়

দেয় যে সান্ত্বনা।

সত্যের সংগ্রামে ফোটা ফুল লিরিক্স | Sotter Songrame Fota Ful Lyrics
এখানে কি কেউ নেই লিরিক্স - Ekhane Ki Keu Nei Lyrics
যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় লিরিক্স - Je ful jug jugantorey
যদি কেউ বুঝে থাকো মুসলিম মরে গেছে লিরিক্স-Jodi Keu Bujhe Thako lyrics
হারিয়ে যাবো একদিন লিরিক্স-Hariye Jabo Akdin Gojol
শীতল আগুন লিরিক্স-Shitol Agun আবু উবায়দা
মাহে রমজান মাহে রমজান-Mahe Raman Mahe Raman
রমজানের ঐ চাঁদ- Rmajaner Oi Chand
ডাকছে কোকিল ভোরের বেলায়-Dakche Kokil Vorer Belai
তুরস্ক ও সিরিয়া ভূমিকম্প-Tursko Syria Bhumikompo