কথা ও সুরঃ মতিউর রহমান মল্লিক Motiur Rahman Mollik
লিরিক্স
টিক টিক টিক টিক যে ঘড়িটা
বাজে ঠিক ঠিক বাজে
কেউ কি জানে সেই ঘড়িটা
লাগবে কয়দিন কাজে ।।
ঝকঝক ফকফক করে যদ্দিন
ঘড়ির চেহারা
তদ্দিন তারে কিনতে চায় যে
খরিদ দারেরা
সময় মত সময় দিলে
সব খানে বিরাজে ।।
চকচক তকতক জীবন ঘড়ি
করে যতদিন
দাম থাকে তার সবার কাছে
বন্ধু তত দিন
মনের মধুরি মিশিয়ে
সাজায় নানান সাজে ।।
হায় হায় হায় হায় আসল ঘড়ির
অর্থ বুঝলাম না
সময় থাকতে সময়ের মূল
অর্থ খুজলাম না
খাইলাম দাইলাম ঘুরলাম শুধু
এই দুনিয়ার মাঝে ।
যায় যায় যায় যায় দিন চলে যায়
কোরান পড়লাম না
কত নোবেল নাটক পড়লাম
হাদিস ধরলাম না
সত্যি কারের খাটি মুমিন
মুসলিম হলাম না যে ।।