কথা ও সুরঃ মতিউর রহমান মল্লিক  Motiur Rahman Mollik

লিরিক্স

টিক টিক টিক টিক যে ঘড়িটা 

বাজে ঠিক ঠিক বাজে

কেউ কি জানে সেই ঘড়িটা 

লাগবে কয়দিন কাজে ।।

ঝকঝক ফকফক করে যদ্দিন 

ঘড়ির চেহারা

তদ্দিন তারে কিনতে চায় যে 

খরিদ দারেরা

সময় মত সময় দিলে 

সব খানে বিরাজে ।।


চকচক তকতক জীবন ঘড়ি 

করে যতদিন

দাম থাকে তার সবার কাছে 

বন্ধু তত দিন

মনের মধুরি মিশিয়ে 

সাজায় নানান সাজে ।।


হায় হায় হায় হায় আসল ঘড়ির 

অর্থ বুঝলাম না

সময় থাকতে সময়ের মূল 

অর্থ খুজলাম না

খাইলাম দাইলাম ঘুরলাম শুধু 

এই দুনিয়ার মাঝে ।

যায় যায় যায় যায় দিন চলে যায় 

কোরান পড়লাম না

কত নোবেল নাটক পড়লাম 

হাদিস ধরলাম না

সত্যি কারের খাটি মুমিন 

মুসলিম হলাম না যে ।।

হাজার গানের মাঝে | Hajar Ganer Majhe
মরণ নিয়ে গান | DU-DINER DUNIYA | দু'দিনের দুনিয়াটা | IZAFA | ফোক গান | সাইমুম | BANGLA NEW FOLK SONG
সব একদিন হয়ে যাবে শেষ-Sob Ekdin Hoye Jabe Shesh
এই রমাদান হোক জীবনের সেরা রমাদান -Sera Ramadan | Jaima
এলো মাহে রমজান-Elo Mahe Ramzan
শুনো মুমিন মুসলমান । Shuno Mumin Musolman Lyrics । Muhammad Badruzzaman
যেতে হবে খালি হাতে সঙ্গে কিছুই যাবে না লিরিক্স-Jete Hobe khali hate lyrics
Hasbunallah। হাসবুনাল্লাহ। Iqbal Mahmud। Elias Amin। Kalarab
সোনার মদিনা আমার প্রানের মদিনা লিরিক্স - Sonar madina amar pran lyrics
কার কতটা ঈমান আছে লিরিক্স -Kar Kotota Iman Ache lyrics