তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর

মতিউর রহমান মল্লিক

তোমার সৃষ্টি যদি হয় এতো সুন্দর, না জানি   তাহলো তুমি কতো সুন্দর, কত সুন্দর। 

 তোমার সৃষ্টি যদি হয় এতো সুন্দর, না জানি তাহলো তুমি কতো সুন্দর, কত সুন্দর।


সেই কথা ভেবে ভেবে কেটে যাই লগনো, ভরে যায় তৃষিত এই অন্তর।
না জানি তাহলে তুমি কতো সুন্দর,  কতো সুন্দর।

যে পাখি পালিয়ে গেল সুদূরে, 
যে নদী হারিয়ে গেল দ্বীপান্তরে।

যে পাখি পালিয়ে গেল সুদূরে, 
 যে নদী হারিয়ে গেল দ্বীপান্তরে।
যেই পাখি যেই নদী এতো সুন্দর।
না জানি তাহলে তুমি কতো সুন্দর, কতো সুন্দর।


যে তারা ছড়ায় হাসি আকাশে,
যে ফুল সুরবি দুলে বাতাসে।

 যে তারা ছড়ায় হাসি আকাশে,
 যে ফুল সুরবি দুলে বাতাসে।

যেই তারা যেই ফুল যদি এতো সুন্দর। 
না জানি তাহলে তুমি কতো সুন্দর। কতো সুন্দর।


যে মানুষ মানুষের বেদনাময়, কেঁদে ছিলো আজীবন মদিনায়।
যে মানুষ মানুষের বেদনায়, কেঁদে ছিলো আজীবন মদিনায়।

সেই মানুষ, সেই মানুষ এতো সুন্দর,
না জানি তাহলে তুমি কতো সুন্দর।  কতো সুন্দর।


তোমার সৃষ্টি যদি হয় এতো সুন্দর,  না জানি তাহলে তুমি কতো সুন্দর।  কতো সুন্দর। কতো সুন্দর
কে তুমি কি নাম তোমার - Baby Najnin - হৃদয়ছোঁয়া বাংলা গজল - Official Video
ফেলে আসা দিন-Fele Asa Din
যার করুণায় জীবন সবার যার হাতে মরণ লিরিক্স-Jar korunay jibon sobar
মন মানেনা যাব মদিনা-Mon Manena Jabo Madina
বই পড় ভাই বই পড় লিরিক্স Boi Poro Vai Boi Poro
ইয়াসের তোলপাড় করা গজল - Baby Najnin - আল্লাহ্ তোমার দয়া কত - New Official Video
সেহরি খাবো রাখবো রোযা লিরিক্স- Sehri khabo rakhbo roja lyrics
রমজানের ঐ চাঁদ- Rmajaner Oi Chand
একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে - Kono Ekdin Edesher Akashe
আল্লাহকে যারা বেসেছে ভাল লিরিক্স- Allah ke jara beseche valo lyrics.