নিজেকে চেনার তুমি

কথা : মতিউর রহমান মল্লিক

সুর : মশিউর রহমান

নিজেকে চেনার তুমি তওফিক দাও খোদা

তোমাকে চেনার তুমি তাওফিক দাও 

আলোয় দ্বীপ্ত করো নয়ন আমার

ভোরের বিভায় ভর এ মন আমার।

তবু অচেনার যত পর্দা সরাও।

যে জানে না  তোমাকে সে জানে না কিছুই

জানেনা সে জীবনের অথৌই মানে

যে মানে না তোমাকে সে মানে না কিছুই

গভীর আঁধার তারে সতত টানে

বাসে না সে ভালো এই তামাম জাহান

কোন প্রাণ তার কাছে পায় না কো দাম

অভিশাপ দেয় তারে কালের ক্ষরা।

সরল পথের দিশা তুমি ছাড়া  কেউ আর

দেখাতে পারেনা আর পথের মালিক

মনের ভ্রান্তি যত তুমি ছাড়া কেউ আর

মোছাতে পারে না ওগো মহান খালিক

দাম্ভিক সংসয় যুগে যুগে মিথ্যার বেসাতি করা

নিজের স্বার্থ ছাড়া বুঝে না কিছু

বস্তুই সব তার লক্ষ্য জড়ো

স্বদেশের ব্যথা তারে করেনা কাতর

বিবেকের ঘরে তার শুধুই পাথর

নিজে কি বোঝেনা আহা বুজেনা সে তাও।

তোমাকে নিয়ে আমি সার্থক কোন গান লিরিক্স-Tomake Niye Ami Lyrics
আল্লাহ তুমি মহান, তুমি মেহেরবান লিরিক্স-Allah Tumi Mohan
তুমি ছাড়া বাবা আমার । জাইমা নূর । Baba Amar । Jaima Noor
সংগঠনকে ভালোবাসি আমি লিরিক্স-Sangathanke Valobashi Ami lyrics
কুরআন মধুর বানী ৩-Quran Modhur Bani 3
আমার মায়ের কারণে স্নেহ ভালোবাসা আর মায়া মমতায় Maa Gojol Mahmud Faysal
হৃদয়কাড়া নতুন গজল । Hridoyer Gohin Bone । হৃদয়ের গহিন বনে । Kalarab । Holy Tune
Medhabi Bangladesh। মেধাবী বাংলাদেশ। Kalarab, Khalid,Sakib,Nasrullah
অনুতাপের অশ্রু জলে লিরিক্স-Anutaper Osru
কচু হাতার হানিরে ভাই কচু হাতার হানি -Kachu Hatara Hanire Bhai Kachu Hatara Hani