কথা: আসাদ বিন হাফিজ

সুর: মশিউর রহমান

দাও খোদা দাও আমায় আবার 

উমর দারাজ দিল

দাও আলীর মত বীর সেনানী 

জাগাতে এই নিখিল!

হামজাকে দাও ঘরে ঘরে, 

জীবন দিতে অকাতরে

আমার কা’বা ভাংতে এলে পাঠাও আবাবিল। 

সাচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা

তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা

আবার পাঠাও আবু বকর

ফেতনা ফ্যাসাদ আসুক সমর

অনড় অটল পাহাড়সম দাও সেই মনের মিল।


মন ছুঁয়ে যাবার মতো একটি নাত - Baby Najnin - Allah Ghumonto Amar - Official Video 2021
জীবনের সোনা ঝড়া দিন গুলো সব লিরিক্স
আল্লাহ মহান তুনি মালিক করি তোমার গুনগান-allah mohan tumi malik kori tomar gunogan
আমার জীবনের তামান্না-Amar Jiboner Tamanna
দৃষ্টি মোদের যায় যতদূর লিরিক্স-Dristi moder jay jotodur Lyrics
রসূলে খোদা হে, তু দিল কি আওয়াজে লিরিক্স Rasule Khoda by Abu Rayhan
ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ লিরিক্স-ইকবাল এইচজে
খুশির সওগাত | Khusir Sougat | Jaima Noor
রোজার শেষে ঈদ এসেছে খুশির জোয়ার অন্তরে Khushir Jowar | Jaima Noor
আমার আখি ফাকি দিয়ে লিরিক্স-Ma Amar Akhi Faki Diye