ওরে নিশি গন্ধ্যা

গান- ওরে নিশি গন্ধ্যা

শিল্পী- হাসনা হেনা

কথা- গোলাম মোহাম্মদ

সূর- মশিউর রহমান

লেবেল- স্পন্দন অডিও ভিজ্যুয়াল সেন্টার

ওরে নিশি গন্ধা এই মধু মন্দা, 

সুরভি কোথায় পেলি বল ।

ওরে সূর্যমুখী কেন রইলি ঝুকি,

কোন সে ব্যথায় আখি ছলছল ।...(২) 


ওরে শিউলি, বেলি, মধু পাপরি মেলি, 

ওরে জুই, চামেলি বল কোথায় পেলি? (২)

কোথা পেলি এই ঘ্রাণ টলোমল।

ওরে সূর্যমুখী কেন রইলি ঝুকি,

কোন সে ব্যথায় আখি ছলছল ।

ওরে নিশি গন্ধা এই মধু মন্দা, 

সুরভি কোথায় পেলি বল ।

ওরে সূর্যমুখী কেন রইলি ঝুকি,

কোন সে ব্যথায় আখি ছলছল ।

.

ওরে শাপলা সাদা ওরে হাসির ধাধা, 

কেন এত হেসে যাস তুই?

হাসি ভরা মুখ তুই কোথা পেলি বল?

ঐ যাদুর চোখে ফোটে তারার মেলা, 

মিটি মিটি মিটি মিটি মায়ার খেলা। (২)

নীলাকাশ ভোরে কেন বল?

ওরে সূর্যমুখী কেন রইলি ঝুকি? 

কোন সে ব্যথায় আখি ছলছল ।

ওরে নিশি গন্ধা এই মধু মন্দা, 

সুরভি কোথায় পেলি বল ।

ওরে সূর্যমুখী কেন রইলি ঝুকি,

কোন সে ব্যথায় আখি ছলছল ।

কোন সে ব্যথায় আখি ছলছল ।


কোরবানি দাও এমন যাতে আল্লাহ খুশি হয় লিরিক্স-Qurbani Dao
মন মানেনা যাব মদিনা-Mon Manena Jabo Madina
কোনো একদিন শুনবে তোমরা হয়তো-Kono Ekdin Shunbe Tomra Hoyto
খুশির সওগাত | Khusir Sougat | Jaima Noor
একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে - Kono Ekdin Edesher Akashe
দিন দুপুরে পার ঘাটেতে-Din Dupure Par Ghatete
কারবালার অসাধারন গজল - Baby Najnin - কেন বন্ধ করে দাও পানি - Muharram Special Kalam
ও মুর্শিদ গো -O Murshid Go
সাহসের সাথে কিছু স্বপ্ন জড়াও লিরিক্স- Sahoser sathe kichu shopno jaraw lyrics
নীহারিকা জোছনায় হাসে অবিরাম | NIHARIKA JOCHNAI | কোরআন দিবস | সাইমুম lyrics