আন্দোলন সে তো জীবনের অন্য নাম
সুর ও শিল্পী পরিচিতি
মতিউর রহমান মল্লিক হলেন একজন বাংলাদেশী কবি, সাহিত্যিক, সংগীত শিল্পী, সুরকার ও গীতিকার। তিনি বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। যিনি ইসলামী ধারায় অসংখ্য গান ও কবিতা রচনা করেছেন। তাকে অনেকেই সবুজ জমিনের কবি ও মানবতার কবি বলে থাকেন।
জন্ম: ১ মার্চ ১৯৫৪,বাগেরহাট
মৃত্যু: ১২ আগস্ট, ২০১০,ঢাকা
শিক্ষা: জগন্নাথ কলেজ
পেশা: কবি, গীতি রচয়িতা, সুর স্রষ্টা এবং কণ্ঠ শিল্পী।
পিতা-মাতা: মুন্সি কায়েম উদ্দিন (পিতা),আছিয়া খাতুন (মাতা)
ওয়েবসাইট: http://kobimollikfoundation.org/
গান: আন্দোলন সে তো জীবনের অন্য নাম
কথা, সুর ও শিল্পী: মতিউর রহমান মল্লিক
লেবেলঃ স্পন্দন অডিও ভিজ্যুয়াল সেন্টার
আন্দোলন সেতো জীবনের অন্য নাম
জীবন মানেই সংগ্রাম।।
যদি মন স্বপ্ন দেখা ভুলে যেতো,
যদি বেদনার মাঝে সুখ মুখ লুকাতো।
কিছু হতো না তবে কিছু হতো না,
জীবনের সন্ধান কেউ পেতো না।
আন্দোলন সেতো জীবনের অন্য নাম
জীবন মানেই সংগ্রাম।।
জীবনের মানে হলো
তারকাঁটার বেড়া ভেঙে ফেলা
জীবনের মানে হলো প্রতিটি ফারাক্কা
প্রচন্ড ধাক্কায় শত্রুর মুখে করা বুমেরাং।।
যদি স্রোত,,,,,,,,,,,,,,,,,,,
যদি স্রোত কথা বলা ছেড়েই দিতো
যদি বাতাসের বুকে ঝড় কেউ না পেতো।
নদী হতো না তবে নদী হতো না
সাগরের সন্ধান কেউ পেতো না।
আন্দোলন সেতো জীবনের অন্য নাম
জীবন মানেই সংগ্রাম।।।।