গান: মধুর আমার মায়ের হাসি
কথা ও সুর: সুধীরলাল চক্রবর্তী
কন্ঠ: সাইফুল্লাহ মানছুর
মধুর আমার মায়ের হাসি
চাঁদের মুখে ঝরে
মাকে মনে পড়ে আমার
মাকে মনে পড়ে।
তার মায়ায় ভরা সজল বীথি
সেকি কভু হারায়,
সে যে জড়িয়ে আছে ছড়িয়ে আছে
সন্ধ্যা রাতের তারায়,
সেই যে আমার মা
বিশ্বভূবন মাঝে তাহার নেইকো তুলনা।
প্রদীপ হয়ে মোর শিয়রে
কে জেগে রয় দুখীর ঘরে
সে যে আমার মা
বিশ্বভূবন মাঝে তাহার নেইকো তুলনা।
মধুর আমার মায়ের হাসি
চাঁদের মুখে ঝরে
মাকে মনে পড়ে আমার
মাকে মনে পড়ে।