গান: মধুর আমার মায়ের হাসি 

কথা ও সুর: সুধীরলাল চক্রবর্তী

কন্ঠ: সাইফুল্লাহ মানছুর


মধুর আমার মায়ের হাসি

চাঁদের মুখে ঝরে

মাকে মনে পড়ে আমার

মাকে মনে পড়ে।

তার মায়ায় ভরা সজল বীথি

সেকি কভু হারায়,

সে যে জড়িয়ে আছে ছড়িয়ে আছে

সন্ধ্যা রাতের তারায়,

সেই যে আমার মা

বিশ্বভূবন মাঝে তাহার নেইকো তুলনা।

প্রদীপ হয়ে মোর শিয়রে

কে জেগে রয় দুখীর ঘরে

সে যে আমার মা

বিশ্বভূবন মাঝে তাহার নেইকো তুলনা।

মধুর আমার মায়ের হাসি

চাঁদের মুখে ঝরে

মাকে মনে পড়ে আমার

মাকে মনে পড়ে।

ধরায় যখন মহামারী সবাই পেরেশান | Bether Majhe Eid | সাইমুম শিল্পীগোষ্ঠী
জুনাইদ জমশেদ (রহঃ) এর জীবনী-Biography of Junaid Jamshed
ও ইমাম মাহদী জলদি এসোনা -o-imam-mahdi joldi asona
তুমি কত সুন্দর কি করে বোঝাই লিরিক্স- Tumi koto sundhor ki kore bujhai lyrics
কে সৃজিল আকাশ বাতাস লিরিক্স-Ke Srijilo Akash Batash
একা আজ এই কবরে- Aka Aj Ai Kobore
দেখার মতো দেখো যদি - Dakar Moto Dako Jodi
কার কতটা ঈমান আছে লিরিক্স -Kar Kotota Iman Ache lyrics
কি হবে হতাশ হয়ে হারিয়ে গিয়ে লিরিক্স- ki hobe hotash hoye
মুহাম্মাদ নাবীয়ানা লিরিক্স - Muhammad Nabiyana: Jaima Noor