গান : তোমার নামে মধুর গানে
অ্যালবাম : প্রাণ খুঁজে পাই
শিল্পী : নওশাদ মাহফুজ
কথা : শরীফ আব্দুল গোফরান
সূর : মালিক আব্দুল লতিফ
লেবেল : স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টার
তোমার নামে মধুর গানে
হৃদয় ভরে যায়
তোমাকে পড়েগো মনে
ভোরেরও হাওয়ায়।
আযানে আযানে কাপে
সুরেরও মিনার
এমনও মধুরও যেন
পাইনা কিনার
তোমার নামের সিফাত
মনটা নাড়ায়।
বাগানে বাগানে ফোটে
কতশত ফুল
বয়ে চিলে একা নদী
শুন্য দুকুল
এমনও মধুরও সুধা
তুমি দিলে হায়।