তারিক মুনাওয়ার

গান: আমার যখন ফুরাবে দিন

কথা, সুর ও শিল্পী: তারিক মুনাওয়ার

লেবেল: স্পন্দন অডিও ভিজ্যুয়াল সেন্টার

হায়রে জীবন......

মৃত্যুই শেষ ঠিকানা

পৃথিবীর সবব্রে মুছে দেবে

(তখন আর কেউ সাথে থাকবেনা )


আমার যখন ফুরাবে দিন

আসবে গহীন রাতি

থেকো প্রভু এ জীবনে

হয়ে চির সাথী


জীবন নদীর দুকূল জুড়ে

আসলে অমানিশা

থাকবেনা আর দুচোখে হায়

একটু আলোর দিশা

থাকবেনা আর দুচোখ জুড়ে

একটু আলোর দিশা

সেদিন আমার সেদিন আমার সেদিন আমার

আঁধার গোরে তুমি থেকো বাতি

আসবে গহীন রাতি


আমার যখন ফুরাবে দিন

আসবে গহীন রাতি

থেকো প্রভু এ জীবনে হয়ে চির সাথী

আসবে গহীন রাতি


আমার আমার বলে যখন

কাউকে পাবোনা

(সেদিন আমার শূন্য হিয়ায়

তুমি থেকো শান্তনা )


আঁখির আলো নিভবে যেদিন

মনে আলো দিয়ে

আসবেনা কেউ অন্ধ চোখে

একটু আলো নিয়ে


সেদিন আমার সেদিন আমার সেদিন আমার

আঁধার গোরে তুমি থেকো বাতি

আসবে গহীন রাতি


আমার যখন ফুরাবে দিন

আসবে গহীন রাতি

থেকো প্রভু এ জীবনে হয়ে চির সাথী

আসবে গহীন রাতি


আমার আমার বলে যখন কাউকে পাবোনা

সেদিন আমার শুন্য হিয়ায়

তুমি থেকো শান্তনা

তুমি থেকো শান্তনা


আঁখির আলো নিভবে যেদিন

মনের আলো দিয়ে

আসবেনা কেউ ঘোর আঁধারে

একটু আলো নিয়ে


সেদিন আমার সেদিন আমার সেদিন আমার......

অন্ধ চোখে তুমি আলোর জ্যোতি

আসবে গহীন রাতি


আমার যখন ফুরাবে দিন

আসবে গহীন রাতি

থেকো প্রভু এ জীবনে হয়ে চির সাথী

আসবে গহীন রাতি

হু হু হু...............

দাজ্জাল রুখো লিরিক্স-Dajjal Rukho Lyrics
মৃত্যুকে স্মরণ করে হৃদয়স্পর্শী মরমী গজল - Baby Najnin - কবর তোমার খবর শুনে - Official Video
বই পড় ভাই বই পড় লিরিক্স Boi Poro Vai Boi Poro
মারহাবা সাদি মোবারাক মারহাবা লিরিক্স-Marhaba Shadi Mubarak
চিরকাল থাকবো না আমি এখানেই । জাইমা নূর
যেতে হবে খালি হাতে সঙ্গে কিছুই যাবে না লিরিক্স-Jete Hobe khali hate lyrics
বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে বাংলাদেশের হাফেজগন । Quraner Pakhi । কুরআনের পাখি । হাফেজদের নিয়ে গজল
প্রতিদিন সারারাত ঘুম আসেনা || Baby Najnin | New Islamic Gojol 2021| নিউ গজল
আমার জান মুস্তাফা আমার প্রাণ মুস্তাফা- Amar Jaan Mustafa Amar pran Mustafa
কার মার্তবা বেশী? নবী পাকের না ইমাম পাকের - Baby Najnin - New Official Video