গান: আমার যখন ফুরাবে দিন
কথা, সুর ও শিল্পী: তারিক মুনাওয়ার
লেবেল: স্পন্দন অডিও ভিজ্যুয়াল সেন্টার
হায়রে জীবন......
মৃত্যুই শেষ ঠিকানা
পৃথিবীর সবব্রে মুছে দেবে
(তখন আর কেউ সাথে থাকবেনা )
আমার যখন ফুরাবে দিন
আসবে গহীন রাতি
থেকো প্রভু এ জীবনে
হয়ে চির সাথী
জীবন নদীর দুকূল জুড়ে
আসলে অমানিশা
থাকবেনা আর দুচোখে হায়
একটু আলোর দিশা
থাকবেনা আর দুচোখ জুড়ে
একটু আলোর দিশা
সেদিন আমার সেদিন আমার সেদিন আমার
আঁধার গোরে তুমি থেকো বাতি
আসবে গহীন রাতি
আমার যখন ফুরাবে দিন
আসবে গহীন রাতি
থেকো প্রভু এ জীবনে হয়ে চির সাথী
আসবে গহীন রাতি
আমার আমার বলে যখন
কাউকে পাবোনা
(সেদিন আমার শূন্য হিয়ায়
তুমি থেকো শান্তনা )
আঁখির আলো নিভবে যেদিন
মনে আলো দিয়ে
আসবেনা কেউ অন্ধ চোখে
একটু আলো নিয়ে
সেদিন আমার সেদিন আমার সেদিন আমার
আঁধার গোরে তুমি থেকো বাতি
আসবে গহীন রাতি
আমার যখন ফুরাবে দিন
আসবে গহীন রাতি
থেকো প্রভু এ জীবনে হয়ে চির সাথী
আসবে গহীন রাতি
আমার আমার বলে যখন কাউকে পাবোনা
সেদিন আমার শুন্য হিয়ায়
তুমি থেকো শান্তনা
তুমি থেকো শান্তনা
আঁখির আলো নিভবে যেদিন
মনের আলো দিয়ে
আসবেনা কেউ ঘোর আঁধারে
একটু আলো নিয়ে
সেদিন আমার সেদিন আমার সেদিন আমার......
অন্ধ চোখে তুমি আলোর জ্যোতি
আসবে গহীন রাতি
আমার যখন ফুরাবে দিন
আসবে গহীন রাতি
থেকো প্রভু এ জীবনে হয়ে চির সাথী
আসবে গহীন রাতি
হু হু হু...............