গান- মাটির একখানা ঘর বানাইয়া
Song: Matir EkKhan Ghor Banaiya
কথা, সুর ও শিল্পী: ওবায়দুল্লাহ তারেক
এডিট & গ্রাফিক্স: হোসাইন ইবনে রশি
লিরিক্স:
মাটির একখানা ঘর বানাইয়া মাওলা
অন্তর দিলা তার ভেতর
কেমনে চালাও মাটির গাড়ি
তোমার তরে সবার ডর
সকাল বেলা চালু হইয়া
থামবে কখন কে জানে
ছুটছে গাড়ি দূর থেকে দূর
আপন মনে কার পানেরে মাওলা
তেল ছাড়া এই যন্ত্রখানি
ইশারায় যে চলে কার
লাগে বড় ডর
জীবন তরী যাবে বইয়া
ঝড় উঠিলে কি হবে
ভঙ্গ হবে স্বাধের মেলা
অন্ত যখন দম হবে
তোমার লাগি কান্দে এ মন
ওগো প্রিয় দয়াময়