ও বাতাস আমায় তুমি নিয়ে যাওনা গজলের লিরিক্স
Lyric & Tune : Aynuddin Al Azad
ও বাতাস আমায় তুমি নিয়ে যাওনা
যেতায় শুয়ে আছে নূরে মদিনা,
ও বাতাস আমায় তুমি নিয়ে যাওনা
যেতায় শুয়ে আছে নূরে মদিনা,
যে ফুলের সুবাসে মন টিকে না,
যে ফুলের সুবাসে মন টিকে না
ও বাতাস আমায় তুমি নিয়ে যাওনা
যেতায় শুয়ে আছে নূরে মদিনা,
ও বাতাস আমায় তুমি নিয়ে যাওনা
যেতায় শুয়ে আছে নূরে মদিনা,
আমার এ প্রানে সে সুর বাজে
রাসুল শুয়ে আছে যে আমি যে,
আমার এ প্রানে সে সুর বাজে
রাসুল শুয়ে আছে যে আমি যে,
আমাকে সেটাই তুমি নিয়ে যাওনা,,
আমাকে সেটাই তুমি নিয়ে যাওনা,
ও বাতাস আমায় তুমি নিয়ে যাওনা
যেতায় শুয়ে আছে নূরে মদিনা,
ও বাতাস আমায় তুমি নিয়ে যাওনা
যেতায় শুয়ে আছে নূরে মদিনা,
মদিনার মাটি মোর হৃদয় ঘাঁটি
রাসুলের গানে যার পরিপাটি,
মদিনার মাটি মোর হৃদয় ঘাঁটি
রাসুলের গানে যার পরিপাটি,
সেই মাটি শুতে মন হয় দিওয়ানা,
সেই মাটি শুতে মন হয় দিওয়ানা,
ও বাতাস আমায় তুমি নিয়ে যাওনা
যেতায় শুয়ে আছে নূরে মদিনা,
ও বাতাস আমায় তুমি নিয়ে যাওনা
যেতায় শুয়ে আছে নূরে মদিনা,
যে ফুলের সুবাসে মন টিকে না,
যে ফুলের সুবাসে মন টিকে না,
ও বাতাস আমায় তুমি নিয়ে যাওনা
যেতায় শুয়ে আছে নূরে মদিনা,
ও বাতাস আমায় তুমি নিয়ে যাওনা
যেতায় শুয়ে আছে নূরে মদিনা
আপনার মতামত লিখুন