কদর রাতে দু’হাত তুলে Qodorer Rate । Jaima Noor
* গান : কদরের রাতে দুহাত তুলে
* কণ্ঠঃ জাইমা নূর
* কথাঃ আমিনুল ইসলাম
* সূরঃ আব্দুস সালাম
কদর রাতে দু’হাত তুলে
কথাঃ আমিনুল ইসলাম
সুরঃ আব্দুস সাকাম
..................
কদর রাতে দু’হাত তুলে
ফেললে চোখের পানি
মহান রবের সাথে তবে
ঘটবে জানাজানি,
সারাজীবন পাপের ছোঁয়ায়
হৃদয়ে যতো ভয়
জায়নামাজে লুটিয়ে গেলে
মাফ হবে নিশ্চয়।।
এই রজনীর নেই তুলনা
হাজার রাতের সেরা
আল্লাহ পাকের অসীম দয়ায়
রহমতে ঘেরা,
চোখের পানির বিনিময়ে
দেবেন দয়াময়।।
প্রেম আবেশে পার হওয়া যায়
ভয়াল সমুদ্দুর,
মহান রবের খোশনদী
ঠিক তবেই পাওয়া যায়