ইকবাল হোসেন জীবনের গজল
Artist: Iqbal HJ & Dr. Ataul Osmani, MD
Original Song Credit: Saifullah Mansur & Others
Lyric & tune: Mohiuddin taher
Music Director: Parvez juwel
Edit, Color & GFX: @Saad Al Amin
Dop: Shahinul Islam Toni
Special Thanks: H Al Haadi
Director: Iqbal HJ
The Lyric:
তোমার নামে যদি গান গাওয়া হয়
গান সুন্দর হয়
তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয়
চোখ সুন্দর হয়
তোমার নূরের আভা চাঁদকে দিলে
চাঁদ জোছনা পেল
তোমার প্রেমের রং সূর্য নিয়ে
সে যে দীপ্ত হল
তোমার গন্ধ যদি ফুলে দেওয়া হয়
ফুল সুরভিত হয়
তোমার খুশিতে রংধনু ওঠে আকাশে
তোমারই ছন্দ গুঞ্জরি উঠে বাতাসে
তোমার পরশ পেয়ে গাছের পাতা
জানি সবুজ হলো
তোমার স্নিগ্ধ মায়া শিশির পেয়ে
সে যে শুভ্র হল
তোমার অমীয় বাণী হৃদয়ে আমার
সুর সংগীত হয়