ইকবাল হোসেন জীবন
তোর কান্না শুনে আমি হেসেছি
সবাই হেসেছে
তোর আগমনে আমার ধরাধামে
খুশির জোয়ারে বন্যায় ভেসেছে
তুই আমার কাছে রবের দেয়া শ্রেষ্ঠ উপহার
তুই আমাদের অমূল্য রতন আদরের মণিহার
সব বাবারা যেমন ঠিক মায়েরা তেমন
তারা ভালবেসে বুকে আগলে রাখে
জীবন বাজি রেখে হৃদয় করে উজাড়
আয় খুকু আয়
বাবা আয় বুকে আয়
আদুরিনী...
তুইযে আমার দু নয়নের আলো
প্রভুর দেয়া প্রিয় ছোট্ট মা
সোনামণী...
তুই যে আমার পুরো কলিজা
ঘন আঁধারেও মধু পূর্ণিমা
তুই যে আমার হীরা পান্না সোনা
তুই ছাড়া পৃথিবী ভালো লাগেনা
তোর হাসিতে যেন মুক্ত ঝরে
হৃদয়ে বহে শীতল সুবাতাস
তোর ব্যথাতে হয় রক্ত ক্ষরণ
বিবর্ণ হয় আমার নীলাকাশ
তুই যে আমার হীরা পান্না সোনা
তুই ছাড়া পৃথিবী ভালো লাগেনা