ইকবাল হোসেন জীবন

তোর কান্না শুনে আমি হেসেছি 
সবাই হেসেছে
তোর আগমনে আমার ধরাধামে
খুশির জোয়ারে বন্যায় ভেসেছে
তুই আমার কাছে রবের দেয়া শ্রেষ্ঠ উপহার
তুই আমাদের অমূল্য রতন আদরের মণিহার 
সব বাবারা যেমন ঠিক মায়েরা তেমন 
তারা ভালবেসে বুকে আগলে রাখে 
জীবন বাজি রেখে হৃদয় করে উজাড়

আয় খুকু আয়
বাবা আয় বুকে আয়

আদুরিনী...
তুইযে আমার দু নয়নের আলো
প্রভুর দেয়া প্রিয় ছোট্ট মা
সোনামণী...
তুই যে আমার পুরো কলিজা
ঘন আঁধারেও মধু পূর্ণিমা
তুই যে আমার হীরা পান্না সোনা
তুই ছাড়া পৃথিবী ভালো লাগেনা

তোর হাসিতে যেন মুক্ত ঝরে 
হৃদয়ে বহে শীতল সুবাতাস
তোর ব্যথাতে হয় রক্ত ক্ষরণ
বিবর্ণ হয় আমার নীলাকাশ
তুই যে আমার হীরা পান্না সোনা
তুই ছাড়া পৃথিবী ভালো লাগেনা

এ আকাশ মেঘে ঢাকা রবে না লিরিক্স -Ei Akash Meghe Dhaka Lyrics
I Am Muslim-মুসলিম -হুমায়রা আফরিন ইরা
তুমি রহমান তুমি মেহেরবান - Tumi Rohman | Jaima Noor
মুহাম্মাদের সা. দল লিরিক্স | MOHAMMADER DOL Lyrics
পিতামাতা ভাইবোনে মিলে পরিবার - জাইমা নূর
ফেলে আসা দিন-Fele Asa Din
অপরুপ সুন্দর পূর্ণিমা চাঁদ লিরিক্স- Oporup Sundor Purnima Chad| Amirul Momenin Manik
কোরাস কণ্ঠে দেশের গান | হৃদয়ের তুলি | HRIDOYER TULI | DESHER GAN | BANGLADESH | SAIMUM | সাইমুম | 4K
তুমি যষ্টি মুকুল লিরিক্সTumi josti mukul lyrics
ভাবতে যখন বসি দুচোখ বুজে সান্ত্বনা সুখ পাইনে কোথাও খুঁজে । ভাবতে যখন বসি । জাইমা নূর