আমি বহু দূরগামী আলো ঝরা পথে - জাইমা নূর
গান : আলো ঝরা পথে
কণ্ঠঃ জাইমা নূর
কথাঃ আবু তাহের বেলাল
সূরঃ সাইফুল্লাহ মানছুর
সাউন্ড ডিজাইনঃ জুলকার নাইন
শব্দ ধারণঃ ইনোভেশন স্টুডিও
গ্রাফিক্সঃ এম এ তাওহীদ
সম্পাদনায়ঃ রাসেল
অডিও ভিডিও পরিচালনাঃ লিটন হাফিজ চৌধুরী
আমি বহু দূরগামী আলো ঝরা পথে
তোমাদের সাথে চাই চলার শপথে,
পথের ওপারে নামে কাওসার ঢল-
তিতির পাখিরা ঐ করে কোলাহল।।
•
পথেপথে যেতে যেতে ফোটাবোই ফুল
গোলাপ মল্লিকা জুঁই মাধবী বকুল,
সে ফুলের ঘ্রাণ মেখে হাসবে নিখিল-
কথা সুরে ব্যথিতের কেটে যাবে পল।।
•
হতে পারে বেখেয়ালে অপরাধ জমা
হাসিমুখে সবত্রুটি করে দিয়ো ক্ষমা,
আমল ও আখলাকে সবার মাঝেই
আমি ওগো হতে চাই চির নিরুপমা।
ভালোবেসে পথিকের ভাঙাবোই ভুল
ফোটাবোই প্রাণেপ্রাণে হেরার মুকুল,
রাইয়্যান অভিমুখে ছুটবে মিছিল-
আল্লাহর কৃপা যদি পাই অবিরল।