ইস্তেগফার | ISTIGFAR
কথা ও সুরঃ আব্দুস সালাম
পরিবেশনায়: সংগীত বিভাগ,সাইমুম
-------------------------------------
****** লিরিক্স ******
সুবহানাকা আল্লাহুমা
রব্বানা ওয়াবি হামদিকা
আল্লাহুম্মাগফিরলি

তোমার পবিত্রতা ঘোষণা করছি
তোমার প্রশংসা গুণগান করছি
হে আমার রব
তোমার করুণা বলে
রহমের শুধা ঢেলে
আমাকে ক্ষমা করে দাও
মাফ করে দাও

প্রতিদিন প্রতিক্ষণ তোমার অবাধ্য
হই আমি যেন বুঝে না বুঝে
তবুও তোমার রহম করমে 
লালন পালন করো আমাকে
তোমার তুলনা শুধু তুমি রহমান
কে আছে তোমার মতো এমন মহান,
অবাধ্য বান্দাকে সুপথ দেখাও
হে আমার রব

জ্ঞান গরিমা দিলে দিলে কত সম্মান
না চাহিতে দিলে কত নেয়ামাত
তবুও তোমার শোকর না করে
ডুবে আছি পাপাচারে দিবারাত
তবুও তোমার দয়া পাই অফুরান
আলো বায়ু রিজিক করে যাও দান
দান করো অকাতরে যে যা চাহে সব
হে আমার রব
ইয়াসের তোলপাড় করা গজল - Baby Najnin - আল্লাহ্ তোমার দয়া কত - New Official Video
দিন বদলের দিন এসেছে-জাগ্রত কবি মুহিব খান - din badoler din by muhib khan
দৃষ্টি মোদের যায় যতদূর লিরিক্স-Dristi moder jay jotodur Lyrics
পথশিশুদের নিয়ে গান । Bondho Duar । খুলে দাও হৃদয়ের বন্ধ দুয়ার
ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি লিরিক্স-Inchi Inchi Mati- Muhib khan lyrics
ইমাম কাঁদে খেজুরের তরে - Imam Kande Khejurer Tore
কান্না চলে আসার মত গজল । Charbe Dunia । ছাড়বে দুনিয়া । Shafin Ahmad
এসো না আল্লাহর নামে গান গাই লিরিক্স - esona allahr name gan gai by mosiur rahman
ঈদ এসেছে ঈদ এসেছে - New Official Video
রাহমানুর রাহিম তুমি -জাইমা নূর