সালামুন আলাইকা
কথা ও সুর: আবদুল্লাহ আল নোমান
-------------------------------------
****** লিরিক্স ******
اِنَّ اللّٰهَ وَ مَلٰٓئِکَتَهٗ یُصَلُّوۡنَ عَلَی النَّبِیِّ
یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوۡا صَلُّوۡا عَلَیۡهِ وَ سَلِّمُوۡا تَسۡلِیۡمًا
সালামুন আলাইকা ইয়া রাসুল আল্লাহ
সালামুন আলাইকা ইয়া নাবি আল্লাহ
সালামুন আলাইকা ইয়া রাসুল আল্লাহ
সালামুন আলাইকা ইয়া হাবিব আল্লাহ
অবুঝ হয়েও দুগ্ধ পানে শেখালে সমতা তুমি
অন্ধ যুগেও জাহেলরা তোমায়
দিলো উপাধি আলামিন
কালেমার দাওয়াত যখন দিলে
শত্রুতে পরিণত তখন হলে
পাথরের আঘাতে রক্ত ঝরিয়েও
উম্মাতি উম্মাতি দোয়া করলে
يا رحمة للعالمين يا خاتم النبيين
اناك لعلى خلوق عظيم يا انبياء المرسلين
মক্কাতে জন্ম নিয়ে তুমি
মদিনায় হিজরত অত্যাচারে
পিছন তাকিয়ে অশ্রু চোখে
আসবে ফিরে দোয়া করলে
দাওয়াতি দ্বীন প্রচার করে
জয় করে মদিনা মক্কা ফিরে
কারো প্রতি প্রতিশোধ না নিয়ে
সকলকে অকাতরে ক্ষমা করলে