সালামুন আলাইকা
কথা ও সুর: আবদুল্লাহ আল নোমান
-------------------------------------
****** লিরিক্স ******
اِنَّ اللّٰهَ وَ مَلٰٓئِکَتَهٗ یُصَلُّوۡنَ عَلَی النَّبِیِّ
یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوۡا صَلُّوۡا عَلَیۡهِ وَ سَلِّمُوۡا تَسۡلِیۡمًا

সালামুন আলাইকা ইয়া রাসুল আল্লাহ
সালামুন আলাইকা ইয়া নাবি আল্লাহ
সালামুন আলাইকা ইয়া রাসুল আল্লাহ
সালামুন আলাইকা ইয়া হাবিব আল্লাহ

অবুঝ হয়েও দুগ্ধ পানে শেখালে সমতা তুমি
অন্ধ যুগেও জাহেলরা তোমায় 
দিলো উপাধি আলামিন 
কালেমার দাওয়াত যখন দিলে 
শত্রুতে পরিণত তখন হলে
পাথরের আঘাতে রক্ত ঝরিয়েও 
উম্মাতি উম্মাতি দোয়া করলে 

يا رحمة للعالمين يا خاتم النبيين
اناك لعلى خلوق عظيم يا انبياء المرسلين

মক্কাতে জন্ম নিয়ে তুমি 
মদিনায় হিজরত অত্যাচারে
পিছন তাকিয়ে অশ্রু চোখে 
আসবে ফিরে দোয়া করলে
দাওয়াতি দ্বীন প্রচার করে 
জয় করে মদিনা মক্কা ফিরে
কারো প্রতি প্রতিশোধ না নিয়ে 
সকলকে অকাতরে ক্ষমা করলে
হৃদয় জুড়ে তোমারি প্রেম-Hridoy Jure Tomari Prem
আল্লাহ কাফি- Allah Kafi
শুকরান আল্লাহ লিরিক্স-Shukran Allah Gojol Gazi Anas
বোমার আঘাতে বসতভিটা সব পুড়ে হলো ছাই লিরিক্স
আজ আছি কাল যদি না থাকি এ দুনিয়ায়-
চারপাশে আজ শুধু মেশকের ঘ্রাণ Meshker Ghran lyrics | সাইমুম শিল্পীগোষ্ঠী
কি হবে ভাবতে অশ্রু ঝরে লিরিক্স-Ki hobe Vabte Oshru Jhore
মইরা গেলে ফিইরা আসেনা | Moira Gele Fira Asena | Misa Sawdagar | Muhammad Badruzzaman
আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু লিরিক্স- Allahu Allahu tumi jalle jalalu lyrics
ইয়া তাইবা ইয়া তাইবা গজল O Tayba, O Tayba