গান: হরেক রকম সৃষ্টি | HOREK ROKOM SRISTI
শিল্পী: আফিফা হাসান রাফা
কথা ও সুরঃ মিজানুর রহমান রায়হান
পরিবেশনায়: সাইমুম শিল্পীগোষ্ঠী

------------➤ লিরিক্স ➤-------------
হরেকরকম সৃষ্টি দেখে 
মন ভরে যায় প্রভু, 
তোমার দেয়া নেয়ামতের
হিসেব করিনি কভু (আমি) 

লাঠিতে ভর করে হেঁটে চলা ঐ লোক 
একটি  পা নাই তার, 
আমার আছে দু'টি চলতে লাগেনা খুঁটি 
সে-ও তো রহম তোমার
তবুও অবুঝ মন ভাবেনা অনুক্ষণ 
পথ ভুলে চলি শুধু

পাখির কুহুতান জীবনের এই গান 
কিছুই শুনেনা বধির, 
বোবার মনের ব্যথা বলতে না পারে কথা 
শুনে সব হয়ে সে অধীর।

লাঠির ঈশারাতে চলে পথে ঘাটে 
একটিও চোখ নাই তার, 
আমার আছে দু'টি সুখেই চলি হাঁটি, 
সে-ও তো রহম তোমার
তবুও অবুঝ মন ভাবেনা কিছুক্ষণ 
পথ ভুলে থাকি শুধু
সালামুন আলাইকা ইয়া রাসুল আল্লাহ
কচু হাতার হানিরে ভাই কচু হাতার হানি -Kachu Hatara Hanire Bhai Kachu Hatara Hani
আমার মায়ের কারণে স্নেহ ভালোবাসা আর মায়া মমতায় Maa Gojol Mahmud Faysal
সুমধুর নাতে রাসুল সা. - Muhammad - মুহাম্মদ - Bangla Islamic Song
আমার দেশের ঠিকানা লিরিক্স-Amar desher thikana Lyrics
যেখানেই থাকি আমি যেভাবেই রই Shodachari Hoi | Jaima Noor
চীন আরব হিন্দুস্থান, নিখিল ধরাধাম লিরিক্স-Muslim Amar Nam - মুসলিম আমার নাম
সময়ের সেরা আকর্ষণীয় গজল। Subhanaka। সুবহানাকা। Kalarab। Holy Tune। Bangla Gojol 2022
Jaima Noor: Don`t Sleep More
আমি রাজার প্রজা, থাকি সরল সোজা - সাইমুমের গান