বারাকার নদী যেন মাহে রামাদান। জাইমা নূর । Barakar Nodi । Jaima Noor
গান : বারাকার নদী
কণ্ঠঃ জাইমা নূর
কথাঃ আবু তাহের বেলাল
সুরঃ সাইফুল্লাহ মানছুর
বারাকার নদী যেন মাহে রামাদান
নিয়ামাতে ডগোমগো ফুলের বাগান,
রহমের মতি ভরা
করমের জ্যোতি ঝরা
মহারব মহীমের অবারিত দান।।
সাবানের দিন শেষে সিয়ামের চাঁদে
মুমিনরা হাত তুলে কাঁদে আর কাঁদে,
পাপরাশি গলে যায় তার অছিলায়-
বদরের স্মৃতি মাখা প্রীতি অফুরান।।
এসো যতো ফুলকলি ফুল হয়ে ফুটি
সিয়ামের বাগিচায় / খাই লুটোপুটি,
ইফতার সাহারিতে/ থাকবো না পিছু-
সাদাকা ও কীয়ামেই /খুঁজে নেবো জুটি।...
•
সবে মিলে একাকার/ হবো মাসজিদে
ভুলে রবো পানাহার/ পাগলামো খিদে।
নাজাতের সুধা পিয়ে/ এই আঙিনায়-
মহামতি আল্লাহর/ গেয়ে যাবো গান।।