ঘুম মানে মৃত্যুর চুম । জাইমা নূর 

 গান : চোখ মেলো সোনামনি

কণ্ঠঃ জাইমা নূর

 কথা ও সুরঃ আব্দুস শাকুর তুহিন

 সাউন্ড ডিজাইনঃ জুলকারনাইন

চোখ মেলো সোনামণি সবার আগে,

বুক ভরে শ্বাস নাও সবার আগে।

পাখিরা জাগার আগে, সূর্য ওঠার আগে

রবকে ডাকো, যেন হৃদয় জাগে।

আলহামদুলিল্লাহ আল্লাযি আহয়্যানা বা'দামা আমাতানা

অ-ইলাইহিন নুশুর,

রবকে ডেকে তুমি কণ্ঠে তোল এই সুর।



পাখিরা যদি জাগে তোমার আগে,

লজ্জা কী লজ্জা! তোমার ভাগে।

দোয়েল ময়না টিয়ে

যাকে ডাকে শিষ দিয়ে

তুমিও ডাকো সেই নামটি মধুর।


ঘুম, আহা ঘুম! ঘুম মানে মৃত্যুর চুম,

মৃত্যু থেকে জাগিয়ে দিলেন যে

তাকে স্মরে যাও নিঃঝুম।


জাগলে তুমি জাগে বাগান বিথী,

জেগে ওঠে নতুন এক সবুজ পৃথ্বী,

আগে তাই জাগো তুমি

পরে জাগুক এ ভূমি,

তুমি হও জাগানিয়া প্রভাতের নূর।

নাম মুহাম্মাদ বোল রে মন নাম আহমদ বোল - জাইমা নূর
আজো সেই কোরআন আছে হাদিস আছে লিরিক্স -Ajo Sei Quran Ache Hadis Ache lyrics
তাবলীগ তাবলীগ চলে-কবি মুহিব খান
দুনিয়ার আগুনে হাত রেখে দেখো- লিরিক্স
Tomar Preme Bekul Lyrics | তোমার প্রেমে ব্যাকুল | Abir Hasan | Kalarab Shilpigosthi
হাসি মুখের সাদকা | HASHI MUKHER SADKA lyrics | সাইমুম শিল্পী গোষ্ঠী
দারুণ একটি দেশের গান । Ei Padma Ei Maghna । Fazle Elahi Sakib
কুরআন মধুর বানী-Quran Modhur O Bani
রোজার মজা যে পেয়েছে - Rozar Moja J Peyeche
থাকতে জীবন মন ভাব ওরে - Thakte Jibon Mon Vab Ore