ভাইসা গেছে বুকের ধন | Vaisha Geche Buker dhon | Abu Ubayda
SINGER : ABU UBAYDA(আবু উবায়দা)
LYRIC : HUSAIN AL HAFIZ
TUNE : MASUM BILLAH
বানের স্রোতে ভাইসা গেছে
আমার বুকের ধন
ভাইসা গেছে শখের ভিটা
কতো আপনজন।
লুট হয়ে যায় সবুজ পাতা
সবুজ গাছের সারি
বাড়ছে শুধু বুকের ভেতর
গুপ্ত আহাজারি
স্রোতের ঝড়ে হারাইলো ভাই
হারাইলো স্বজন।।
ঘর নিয়া যায় সাধের নদী
বাঁধ মানে না জল
বুক হয়ে যায় দুঃখের নদী
চক্ষু টলোমল
কেমনে বাঁচাও, মারো তুমি
বুঝে না এই মন।।