পিতামাতা ভাইবোনে মিলে পরিবার - জাইমা নূর
গান : পরিবার
* কণ্ঠঃ জাইমা নূর
* কথাঃ আবু তাহের বেলাল
* সুরঃ সাইফুল্লাহ মানছুর
* সাউন্ড ডিজাইনঃ জুলকার নাইন
* শব্দ ধারণঃ ইনোভেশন স্টুডিও
* গ্রাফিক্সঃ এম এ তাওহিদ
* সম্পাদনায়ঃ রাসেল
* অডিও ভিডিও পরিচালনাঃ লিটন হাফিজ চৌধুরী
পিতামাতা ভাইবোনে মিলে পরিবার
ভালোবাসা সুখ মেলে মেলে অধিকার,
পরিবার ছাড়া মন ফেরারি শালিক-
পারে নাতো সব জ্বালা একা বহিবার।।
পরিবার মানে হলো সুখের নহর
নেয়ামাতে ভরপুর বুকের শহর।
পরিবার আমাদের অমোঘ বাঁধন-
বিপদ ও মুসিবাতে কথা কহিবার।।
পরিবার ছাড়া যতো বিবাগী মানুষ
পৃথিবীর মাঝে যেন অযথা ফানুস,
পরিবার রুখে দেয় সারা দিনভর-
হুহু করে যতো আসে বেদনার ঝড়।
পরিবার গুলো যদি হয় আলোময়
কারো মান হারাবার থাকে নাতো ভয়,
চোখেমুখে ফুটবেই গোলাপ বকুল-
সাহসের চারা যতো ব্যথা সহিবার।।।