পিতামাতা ভাইবোনে মিলে পরিবার - জাইমা নূর 


 গান : পরিবার 

* কণ্ঠঃ জাইমা নূর

* কথাঃ আবু তাহের বেলাল

* সুরঃ সাইফুল্লাহ মানছুর

* সাউন্ড ডিজাইনঃ জুলকার নাইন

* শব্দ ধারণঃ ইনোভেশন স্টুডিও

* গ্রাফিক্সঃ এম এ তাওহিদ

* সম্পাদনায়ঃ রাসেল

* অডিও ভিডিও পরিচালনাঃ লিটন হাফিজ চৌধুরী



পিতামাতা ভাইবোনে মিলে পরিবার 

ভালোবাসা সুখ মেলে মেলে অধিকার,

পরিবার ছাড়া মন ফেরারি শালিক-

পারে নাতো সব জ্বালা একা বহিবার।।


পরিবার মানে হলো সুখের নহর

নেয়ামাতে ভরপুর বুকের শহর।

পরিবার আমাদের অমোঘ বাঁধন-

বিপদ ও মুসিবাতে কথা কহিবার।।


পরিবার ছাড়া যতো বিবাগী মানুষ

পৃথিবীর মাঝে যেন অযথা ফানুস,

পরিবার রুখে দেয় সারা দিনভর-

হুহু করে যতো আসে বেদনার ঝড়।


পরিবার গুলো যদি হয় আলোময়

কারো মান হারাবার থাকে নাতো ভয়,

চোখেমুখে ফুটবেই গোলাপ বকুল-

সাহসের চারা যতো ব‍্যথা সহিবার।।।

মাটিরে দেহ মাটি খাবে লিরিক্স-Matir Deho
ও মদিনার বুলবুলি লিরিক লিরিক্স-O modinar bulbuli lyrics
এলো মাহে রমজান-Elo Mahe Ramzan
এতিমদের নিয়ে নতুন গজল। Etim Bole Paini Ador। এতিম বলে পাইনি আদর। Bangla ২০২৪
ভোরের হাওয়া ছুটে চলে | Vorer Hawa Chute Chole | Jaima Noor
দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে | Adhar Seshe lyrics | Abdullah Al Noman | Saimum | সাইমুম
দুয়ারে আইসাছে পালকি | Duare Aisache Palki
আয় কে যাবি সঙ্গে আমার লিরিক্স - Ay Ke Jabi Songe Amar Lyrics
মনের মতো গজল | Baby Najnin New Ghous Paak Manqabat | ধন্য মানব জনম | Latest Gojo
আমার চোখে ভাইয়া তুমি হাজার তারার ফুল । জাইমা নূর । যায়িদ রুসাফি