তোমাদের কাছে এসেছি আমি দূরের কন্ঠস্বর - জাইমা নূর । Tomader Kache Eshechi । Jaima Noor
গান : তোমাদের কাছে এসেছি
কণ্ঠঃ জাইমা নূর
কথাঃ রেজাউল করিম
সুরঃ জুলকারনাইন বাহ্লুল।
তোমাদের কাছে এসেছি
কথা: রেজাউল করিম
সুর: জুলকারনাইন বাহলুল
........................
তোমাদের কাছে এসেছি
আমি দূরের কন্ঠস্বর
আমি ছুঁয়ে যেতে চাই
মাটি ও মানুষের সুনিবিড় অন্তর
আমি খান জাহানের পুন্যতীর্থে
প্রাণের প্রতিধ্বনি
শহর থেকে গ্রামে গন্জে
শুভেচ্ছা বয়ে আনি
আমি বাংলাদেশের আত্নার বাণী
সুললিত নির্ঝর
আমি দেশ গঠনের ক্লান্তিবিহীন
বিপুল উদ্দীপনা
সাগর থেকে সুন্দরবনে
তরঙ্গ ব্যন্জনা
আমি দক্ষিণ দ্বারে বাঘের পাহারা
গোল পাতা মর্মর
আপনার মতামত লিখুন