যদি কথা দাও বন্ধু দ্বীনের পথে দৃঢ় থাকবে -  Jodi Kotha Daw Bondhu | Raad Ezama

শিল্পী: রা'আদ ইজামা

কথা: মোকাররম হোসাইন

সুর: দিদারুল ইসলাম।


যদি কথা দাও বন্ধু

দ্বীনের পথে দৃঢ় থাকবে

যদি কথা দাও দ্বীন কায়েমে

অগ্রনী ভূমিকা রাখবে

তবে তোমাকেই গান শুনাবো

যে গানে হৃদয়টা জাগবে।


আমার গানে যদি তোমার প্রাণেে

ঈমানী দ্বীপ্তি ছড়ায়

আমার সুরে যদি সবার মনে

জিহাদী প্রেরণা জোগায়।

তাহলে আমার এ কন্ঠ

আন্দোলনের কাজে লাগবে।


আমার এ গান যদি জাগাতে পারে

মুক্তির নব চেতনা

আমার এ সুর যদি ভোলাতে পারে

আঘাতের শত বেদনা।

তাহলে আমার এ কন্ঠ

সকল বাধাকে রুখবে।

এই ওলী আল্লাহর বাংলাদেশ লিরিক্স
যার ঋণ কোনোদিন শোধ হয়না লিরিক্স-Jar rin kono din shodh hoy na
ঘন দুর্যোগ পথে দুর্ভোগ লিরিক্স - Ghana Durjog Pathe Durbhog Lyrics
মাওলার এশকে জ্বলে আগুন লিরিক্স -Mawlar Eshke Jale Agun
আমার মায়ের কথা পড়লে মনে | Amar Mayer Kotha | Jaima Noor
তাকবিরে তাশরিক | Abu ubayda
নতুন ইসলামী সংগীত । Priyo Banda । প্রিয় বান্দা | Arif Arian Kalarab
কোন সাহসে চাও নেভাতে অগ্নিগিরি বল লিরিক্স-Kon Sahose Chaw Nevate lyrics
তোমার নামে যদি গান গাওয়া হয় Iqbal HJ & Ataul Osmani
অশান্তিতে জ্বলছে এ দেশ-Oshantite Jolche A Desh