আমার চোখে ভাইয়া তুমি হাজার তারার ফুল । জাইমা নূর । যায়িদ রুসাফি

গান : আমার চোখে ভাইয়া তুমি

কণ্ঠঃ জাইমা নূর ও যায়িদ রুসাফি

কথাঃ আবু তাহের বেলাল

সুরঃ সাইফুল্লাহ মানছুর


আমার চোখে ভাইয়া তুমি হাজার তারার ফুল,

দুদিনের এই খেলা ঘরে নেই যে তোমার তুল।

তুই যে আমার খুব আদরের প্রাণের ছোটবোন,

বাবা মায়ের চোখের মণি সাত রাজারই ধন।

সুরে সুরে আমরা দুজন

গড়বো নূতন আলোর ভূবন

ভালোবেসে ভেঙে দেবো

পথের সকল ভুলরে, মনের যতো ভুল।।


তোরই মতো সোহাগীবোন নেইরে কোথাও আর

কপাল যে তার অ২নেক ভালো ভাইটি এমন যার,

বোন ছাড়াতো কেউ বুঝে না ভাইয়ের দুঃখ ভার

বাবা মায়ের মনের গাঙের 

                আমরা দুটি কূল।। 


তুই কী যাবি আমায় ছেড়ে অনেক অনেক দুর

বলোতো ভাই ভুলবে কিনা আমার গানের সুর,

গলায় গলায় ভাব আমাদের খুনসুঁটিও ঢের-

শাসন করো তাই তোমাতে শ্রদ্ধা যে ভরপুর। ...


তোকে নিয়ে গর্ব করুক দেশের সকল লোক

তোমায় দেখে প্রতিবেশির দুচোখ শীতল হোক, 

ঘুঁচুক প্রাণের শোক বিরহ কষ্ট ভয়ানক- 

স্বদেশ প্রেমে মুখর রবো 

                নড়বো না একচুল।।

প্রতিদিন কেটে যায় মাগো তুমি বীহিন- Vulte Parina Ma by Hujaifa Islam
এসো গাই আল্লাহ নামের গান লিরিক্স -Eso Gai Allah Namer Gaan Lyrics
Din Bodoler Din । দিন বদলের দিন । Abir Hasan । Kalarab । Holy Tune
আমার যখন ফুরাবে দিন লিরিক্স Amar Jokhon Furabe Din
ঈদুন সাইদ । Eidun Saeed । Jaima Noor
বিপ্লব মানে জীবন দেয়া লিরিক্স-Biplob Mane Jibon Deya Gojol
তোমার দয়া আছে খোদা জানি সকল দিকে-tomar doa ase khoda jani sokol dike
Hasbunallah। হাসবুনাল্লাহ। Iqbal Mahmud। Elias Amin। Kalarab
ও বাতাস আমায় তুমি নিয়ে যাওনা গজলের লিরিক্স
ঐ মিনার থেকে মধুর সুরে ডাকছে মোয়াজ্জিন লিরিক্স-Salat Gojol Lyrics