চিরকাল থাকবো না আমি এখানেই । জাইমা নূর

গান :  সেলিব্রেটি নাম 

কথাঃ আবু তাহের বেলাল

সুরঃ সাইফুল্লাহ মানছুর


চিরকাল থাকবো না আমি এখানেই

কথাসুরে ডুবে আজ আছি যেখানেই,

স্বজনেরা চোখ মুছে খুড়বে কবর

খবরের কাগজেও লিখবে খবর-

মরণের চেয়ে আর খাঁটি কথা নেই।।


থাকবে না এই গান থাকবে না সুর

বাজবে না আঙিনায় কথার নূপুর।

পড়ে রবে ধুলো মেখে স্বরলিপি ফুল-

মিলে যাবো জীবনের শেষ রেখাতেই।।

কারো মনে এই গান যদি কোনদিন

আনমনে ঝড় তুলে বাজে রিনঝিন,

মহানের দরবারে তুলে দুটি হাত-

মন খুলে শতবার করো মুনাজাত।


পৃথিবীর যশোখ‍্যাতি সেলিব্রিটি নাম

আরশের দ‍্যুতি ছাড়া নেই কোন দাম,

মিলবে না শাফায়াত নিদানের দিন-

এই কথা এই সুর এই লেখাতেই।।

মাগো আমার অনেক কিছু জানা হলো না - Mago Amar Onek Kichu | Saimum
যেদিন যাবে গো মরিয়া - Jedin Jabe Go Moriya
ভালো কাজের উৎসাহ || Valo Kaj Korle | সাইমুম শিল্পী গোষ্ঠী
এই প্রথম হাফেজদের নিয়ে কলরবের সংগীত । Huffajul Quran । হুফফাজুল কুরআন
প্রিয় বাবা লিরিক্স-prio baba lyrics
পায়ে হেঁটে হজ্ব করায় আল্লাহ খুশী হয়- Paye Hete Hajj koray allah khushe hoy
ভালো লাগার মতো একটি গজল - Baby Najnin - এক আকা জানি মোর সাল্লেআলা - Official Video
Pakhi Deke Jai | পাখি ডেকে যায় - জাইমা নূর
Golap Nilam | হৃদয় ছোঁয়া নাতে রাসুল | গোলাপ নিলাম গাঁদা নিলাম | Abu Ubayda
নামাজ হলো মি’রাজ লিরিক্স-Namaj Holo Miraj Lyrics