চিরকাল থাকবো না আমি এখানেই । জাইমা নূর
গান : সেলিব্রেটি নাম
কথাঃ আবু তাহের বেলাল
সুরঃ সাইফুল্লাহ মানছুর
চিরকাল থাকবো না আমি এখানেই
কথাসুরে ডুবে আজ আছি যেখানেই,
স্বজনেরা চোখ মুছে খুড়বে কবর
খবরের কাগজেও লিখবে খবর-
মরণের চেয়ে আর খাঁটি কথা নেই।।
থাকবে না এই গান থাকবে না সুর
বাজবে না আঙিনায় কথার নূপুর।
পড়ে রবে ধুলো মেখে স্বরলিপি ফুল-
মিলে যাবো জীবনের শেষ রেখাতেই।।
•
কারো মনে এই গান যদি কোনদিন
আনমনে ঝড় তুলে বাজে রিনঝিন,
মহানের দরবারে তুলে দুটি হাত-
মন খুলে শতবার করো মুনাজাত।
পৃথিবীর যশোখ্যাতি সেলিব্রিটি নাম
আরশের দ্যুতি ছাড়া নেই কোন দাম,
মিলবে না শাফায়াত নিদানের দিন-
এই কথা এই সুর এই লেখাতেই।।