তুমি ছাড়া বাবা আমার । জাইমা নূর । Baba Amar । Jaima Noor
গান :বাবা আমার
শিল্পী : জাইমা নূর
গীতিকার : নূরুজ্জামান শাহ্
সুরকার : সাইফুল্লাহ মানছুর
সাউন্ড ডিজাইনঃ জুলকারনাইন
তুমি ছাড়া বাবা আমার
পৃথিবীটাই ফাঁকা
যেদিকে যাই সেদিকে পাই
মরুভূমি আঁকা।।
তুমি ছিলে মাথার 'পরে
অযুত বটের ছায়া
একটু রোদে কেউ পুড়িনি
বিছিয়ে দিতে মায়া
সেই তোমাকে ছাড়া বাবা
যায় না বেঁচে থাকা।।
চলার পথে রোজই এখন
হোঁচট খেয়ে পড়ি
হাত বাড়িয়ে দাওনা বাবা
হাতটা আবার ধরি!
তোমার শাসন-বারণ নিয়েই
অভিমানের সারি
কেউ বুঝিনি তোমার বুকেই
ভালোবাসার বাড়ি
আজ তুমি নেই বুকটা ভরে
হয় না বাবা ডাকা।।