মন থেকে অগোচরে যা কিছু মুছে যায় Mon Theke Ogochore । Nawshad Mahfuz

কথা ও সুর: নাজমুল কবীর

গীতিকার এবং সুরকার :  নাজমুল কবির

শিল্পী : নওশাদ মাহফুজ

এ্যালবাম : তাওফিক দাও খোদা ( সাইমুম শিল্পী গোষ্ঠী )।

মন থেকে অগোচরে

যা কিছু মুছে যায়

আনন্দঘন ছাড়া বেদনার স্মৃতিগুলো

নীরবে কাঁদায় ॥


একটি মানুষ তার মন ও মনন

হৃদয়ের জানালাতে উঁকি দেয় অগণন

বেদনার মরু ধূলি শুধু ওড়ে না

তূষের অনলের মত দহনে পোড়ায় ॥


কিছু কিছু মানুষের জীবনাচরণ

সম্মুখে চেনা যায় না

জীবন চলে গেলে তার রাখা বাকি কাজ

কেউ মেলাতে পারে না।


যার কথা ভেসে ওঠে মনে বারে বার

তার মত আপন এত কে হবে আবার

প্রিয়জন চলে গেলে ফিরে আসে না

তাকে ছাড়া কোনভাবে প্রাণ না জুড়ায় ॥

সমসাময়িক ইসলামিক গজল | Baby Najnin | মুসলিম আজ নামে শুধু
আছে কিছু মানুষ এই সমাজের মাঝে - Ache Kichu Manus ai somajer maje
ওরে কে বলে আরবে নদী নাই | Ke Bole Arobe Nodi Nai সাইমুম শিল্পী গোষ্ঠী
এতিমদের নিয়ে নতুন গজল। Etim Bole Paini Ador। এতিম বলে পাইনি আদর। Bangla ২০২৪
মন উড়ে যায় নীল আকাশে লিরিক্স-Mon Ure Jay Nil Akashe
সাইমুমের দুই ক্ষুদে শিল্পীর কণ্ঠে বাবা গান-২ | বাবা সপ্ত-সমুদ্দুর | BABA SHOPTO SHOMUDDUR | SAIMUM
মরণ নিয়ে গান | DU-DINER DUNIYA | দু'দিনের দুনিয়াটা | IZAFA | ফোক গান | সাইমুম | BANGLA NEW FOLK SONG
সময়ের সেরা জ্বালাময়ী গজল। Sajao Tomar Desh। সাজাও তোমার দেশ। Muhib Khan। Kalarab Shilpigosthi
দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে | Adhar Seshe lyrics | Abdullah Al Noman | Saimum | সাইমুম
নতুন ইসলামী সংগীত । Priyo Banda । প্রিয় বান্দা | Arif Arian Kalarab