যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম Jake Ami Sobcheye । ‍Saimum Shilpigosthi

কথা ও সুর: নিয়াজ মাখদুম

শিল্পী :  নওশাদ মাহফুজ

এ্যালবাম :  তাওফিক দাও খোদা ( সাইমুম শিল্পী গোষ্ঠী )।

যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম

সে হলো আমার মা জননী

তার চেয়ে প্রিয় আর তার চেয়ে আপন আর

কেউ নেই আমার এই ধরণী

মাগো মা চলে যাবার আগে বলে গেলে না

মাগো মা বিদায় নেবার আগে বলে গেলে না ॥


তোমারই আদর মাগো তোমারই স্নেহ মাগো

কখনো ভুলতে পারি না আমি

রোগে শোকে মাগো প্রতিটি ক্ষণে

আমার পাশে থাকতে তুমি

কত ভালোবাসি মাগো আমি তোমাকে

বোঝাতে কখনো পারিনি ॥


প্রতিটি কাজের ফাঁকে প্রতিটি সকাল সাঁঝে

তোমাকে আমি স্মরণ করি

রাত জেগে জেগে দুটি হাত তুলে

প্রভুর কাছে দোয়া করি

বিদায়ও বেলা মাগো আমাকে

মুখে আমার নবী নবী-Mukhe Amar nabi nabi
ভাবতে যখন বসি দুচোখ বুজে সান্ত্বনা সুখ পাইনে কোথাও খুঁজে । ভাবতে যখন বসি । জাইমা নূর
না হয় হলো মন শুকনো কোন মরুভূমি-Ashahoto Hoyo Nako Tumi lyrics
সালাত - জাইমা নূর Jaima Noor - SALAT
বলতে সবাই চাইরে কথা - Bolte Sobai Chaire Kotha
হামি ডাকছি তোমাকে, ইসলামের উঁচা ঘাঁটার দিকে -জাইমা নূর
চারিদিকে তোমার নিয়ামত নদী-নালা পাহাড় পর্বত-মুনাইম বিল্লাহ
এত এত ভালোবাসা মিছে অভিনয় লিরিক্স-Bethar Sanai | ব্যাথার সানাই | Mahmud Faysal
চাও যদি সুন্দর পৃথিবী লিরিক্স-Chao Jodi Sundor Prithibi Gojol
ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি লিরিক্স- Dhormer pothe shhid jara amra sei jati lyrics