সাগরে তুফান ঝড়ে বহমান Sagorer Dheuer । Nawshad Mahfuz
কথা ও সুর: আশরাফুল ইসলাম
গীতিকার : কবি মতিউর রহমান মল্লিক
সুরকার : বাহালুল করিম
শিল্পী : নওশাদ মাহফুজ
এ্যালবাম : তাওফিক দাও খোদা ( সাইমুম শিল্পী গোষ্ঠী )।
সাগরে তুফান ঝড়ে বহমান
উথাল পাথাল ঢেউ করে খেলা অবিরত
মৃত্যুর হাতছানি পদে পদে আছে জানি
লাশের পাহাড় গড়ে বার বার কত শত
পথ যে বড়ই শ্বাপদ সঙ্কুল
পরিস্থিতি আজ শুধু প্রতিকূল
তবু মনের দরজা খুলে মায়া মমতা ভুলে
চল এগিয়ে যাই ॥
আজ শুধু চিৎকার চারিদিকে হাহাকার
অঝোরে ঝরে দেখ দুই নয়নের ঐ জল
আঁধার ঘন বায়ু শন শন
আনতে হবে তবু আগামীর সোনালি সকাল
সেই সোনালি সকালের সন্ধানে
বেরিয়ে পড়ি এসো জনে জনে
তাই রেখে হাতে হাত মিলে কাঁধে কাঁধ
চল এগিয়ে যাই ॥