অসম্ভব সুন্দর একটি গজল | Baby Najnin | আপন কেউ তো নয় | Apon Keu To Noi | New Gojol 2022
Title : Apon Keu To Noi
Artist : Baby Najnin
Lyrics & Tune : SM Nazrul
Audio & Video : BN Studio
Thumbnail : Asad Madani
Camera : Asad Madani
Released : BN Official
Song Lyrics :
আপন আপন কেউ তো নয়
মায়াবী এ দুনিয়ায়
সবাই শুধু নিতে চায়
চাইলে কেউ না দিতে চায়
ধর্ম সবার কর্ম যে যার
দিলে ভয় আল্লাহর আছেকজনার
ভালো কথা বলে সবাই
হকের করে প্রচার
দেখেনা নিজেকে ভুলেও একটি বার
মানুষ হয়ে মানুষে কষ্ট দাও কি করে
তোমারো আসছে সময়
পালাবে কোথায়
জ্ঞানীগুনী সিন্দু দাম নেই এক বিন্দু
জোর ঐ ততক্ষন দেহে থাকলে তাজা খুন
মনে রেখ এই জোর থাকেনা চিরদিন
নাস্তে নাবুদ হয়ে খসে যাবে একদিন
সেই দিনে বুঝিবে হিসাব মেলাবে
শুধু করবে হায় হায়
পানি ঝরবে সদাই
এস এম নজরুল জীবনে কি করলি
এত কিছু করে বলনা কি পেলি
আপন আপন বলে করে গেলি কত
আজ এদের কাছে হতে হয় নত
দাঁত থাকতে দাঁতের কদর বোঝো আগে
আল্লা রাসূল ছাড়া ভাই আপন কেউ নাই দুনিয়ায়