Song: Ami Je Tomar Banda Provu
Singer: Shafin Ahmad, Tahsinul Islam, Shamim Ahmad, Shamim Arman & Moshfiq
Lyric & Tune: Ahmod Abdullah
Record Label: Holy Tune Studio
আমি যে তোমার বান্দা, প্রভু
তুমি যে আমার মালিক, খোদা
আমি যে তোমার বান্দা, প্রভু
তুমি যে আমার মালিক, খোদা
তাই তো হৃদয় চায় পরিণয়
তাই তো হৃদয় চায় পরিণয়
তোমার সাথে মন বাঁধা, ও
আমি যে তোমার বান্দা, প্রভু
তুমি যে আমার মালিক, খোদা
আমি যে তোমার বান্দা, প্রভু
তুমি যে আমার মালিক, খোদা
ডাকলে তোমায় তুমি সাড়া দাও
কাঁদলে তুমি দুঃখ ভুলাও
ডাকলে তোমায় তুমি সাড়া দাও
কাঁদলে তুমি দুঃখ ভুলাও
তুমি চাইলেও দাও, না চাইলেও দাও
চাইলেও দাও, না চাইলেও দাও
তুমি মেহেরবান খোদা, ও
আমি যে তোমার বান্দা, প্রভু
তুমি যে আমার মালিক, খোদা
আমি যে তোমার বান্দা, প্রভু
তুমি যে আমার মালিক, খোদা
আগলে রাখো তুমি আমাকে
তোমার জ্যোতি দাও দু'চোখে
আগলে রাখো তুমি আমাকে
তোমার জ্যোতি দাও দু'চোখে
তুমি ডুবিয়ে রাখো দিয়ে আমাকে
ডুবিয়ে রাখো দিয়ে আমাকে
তোমার অসীম প্রেমসুধা, ও
আমি যে তোমার বান্দা, প্রভু
তুমি যে আমার মালিক, খোদা
আমি যে তোমার বান্দা, প্রভু
তুমি যে আমার মালিক, খোদা
তাই তো হৃদয় চায় পরিণয়
তাই তো হৃদয় চায় পরিণয়
তোমার সাথে মন বাঁধা, ও
আমি যে তোমার বান্দা, প্রভু
তুমি যে আমার মালিক, খোদা
আমি যে তোমার বান্দা, প্রভু
তুমি যে আমার মালিক, খোদা
আমি যে তোমার বান্দা, প্রভু
তুমি যে আমার মালিক, খোদা