Holy Tune presents Islamic Song : কান্না চলে আসার সেরা গজল । Ami Etim Bole । আমি এতিম বলে । Jahidul Islam Shawon । Kalarab । Holy Tune
Song : Ami Etim Bole
Singer : Jahidul Islam Shawon
Lyric & Tune : Selim Sani
Record Label : Holy Tune Studio
Video Director : Abu Bakar Siddik
Mentor : Sayed Ahmad & Muhammad Badruzzaman
Lyric
আমি এতিম হয়ে কাঁদি না কেন,
তোমরা বলতে পারো,
এতিম হয়ে কাঁদি না কেন,
তোমরা বলতে পারো।
এতিম ছিলেন আমার নবী,
এতিম আমি ও,
এতিম ছিলেন আমার নবী,
এতিম আমি ও।
আমি এতিম হয়ে কাঁদি না কেন,
তোমরা বলতে পারো,
এতিম হয়ে কাঁদি না কেন,
তোমরা বলতে পারো।
এতিম ছিলেন আমার নবী,
এতিম আমি ও,
এতিম ছিলেন আমার নবী,
এতিম আমি ও।
নেই বাবা মা আমার,
নেই যে বাড়ি ঘর,
নেই বাবা মা আমার,
নেই যে বাড়ি ঘর।
আমার মত কপাল পোড়া,
নেই তো ভবে আর।
নেই বাবা মা আমার,
নেই যে বাড়ি ঘর,
নেই বাবা মা আমার,
নেই যে বাড়ি ঘর।
আমার মত কপাল পোড়া,
নেই তো ভবে আর।
তবুও মনে নিয়ে শান্তনা,
কাটাই দিনে রাত,
মনে নিয়ে শান্তনা,
কাটাই দিনে রাত।
এতিম ছিলেন আমার নবী ( হযরত মুহাম্মদ )।
এতিম ছিলেন আমার নবী ( হযরত মুহাম্মদ )।
আমি এতিম হয়ে কাঁদি না কেন,
তোমরা বলতে পারো,
এতিম হয়ে কাঁদি না কেন,
তোমরা বলতে পারো।
এতিম ছিলেন আমার নবী,
এতিম আমি ও,
এতিম ছিলেন আমার নবী,
এতিম আমি ও।
জীবন চলার পথে রয়,
যে আপন পর,
জীবন চলার পথে রয়,
যে আপন পর।
এই জীবনে রইলা না মোর আপন কোন ঘর,
জীবন চলার পথে রয়,
যে আপন পর,
এই জীবনে রইলা না মোর আপন কোন ঘর।
তবুও মনে নিয়ে শান্তনা,
কাটাই দিনে রাত,
মনে নিয়ে শান্তনা,
কাটাই দিনে রাত।
এতিম ছিলেন আমার নবী ( হযরত মুহাম্মদ )।
এতিম ছিলেন আমার নবী ( হযরত মুহাম্মদ )।
আমি এতিম হয়ে কাঁদি না কেন,
তোমরা বলতে পারো,
এতিম হয়ে কাঁদি না কেন,
তোমরা বলতে পারো।
এতিম ছিলেন আমার নবী,
এতিম আমি ও,
এতিম ছিলেন আমার নবী,
এতিম আমি ও।