আমার নবীর ভালোবাসা যে দিলেতে রয় - amar-nabir-valobasa je dilete roy (Baby Najnin)
Title : Amar Nabir Valobasa
Artist : Baby Najnin
Lyrics & Tune : SM Nazrul
Camera : Asad Madani
Audio & Video Editing : Baby Najnin
Released : BN Official
Song Lyrics 👇👇
আমার নবীর ভালোবাসা যে দিলেতে রয়
ইহকাল ও পরকালে না থাকে তার ভয়
আসছে সময় দেখবে সবাই - চর্চা হবে ঘরে ঘরে
লা ইলাহার চলবে জোয়ার
বাঁচবে নিজের অধিকারে
ইসলামী আইন জারি হবে রক্তের বিনিময়
আমার নবীর ভালোবাসা যে দিলেতে রয়
নবীর প্রেমের পাগল যারা - সংখ্যায় হবে কম
তাতেই সফল হবে তারা - পেয়ে খোদার রহম
দেখলে তাদের চেনা যাবে সুন্নি কাফেলায়
আমার নবীর ভালোবাসা যে দিলেতে রয়
মিথ্যা দিয়ে সত্যকে আজ কেমনে ঢাকা দেবে
সত্য যেদিন প্রকাশ হবে পালিয়ে কোথায় যাবে
তাই নজরুল বলে এসো চলে থাকি নবীর তরিকায়
আমার নবীর ভালোবাসা যে দিলেতে রয়