প্রিয় নবীর অবমাননায় প্রতিবাদী গজল | Baby Najnin । আমার নবীকে যে ভালোবাসে | New Protibadi Gojol 2022
Title : Amar Nabi K J Valobase
Artist : Baby Najnin
Lyrics : SM Nazrul
Tune : Collected
Audio & Video : Baby Najnin
Thumbnail : Asad Madani
Camera : Asad Madani
Label : BN Studio
Song Lyrics :
আমার নবীকে যে ভালোবাসে
তারা কখনো মেনে নেবেনা
নবীর অপমান কোনো মুসলমান
জীবন থাকতে ছেড়ে দেবেনা
আমার নবীকে যে ভালোবাসে
We love u Muhammad
We love u Muhammad
সারা এ বিশ্ব যাহার আদর্শ
জেনে গিয়েছে মেনে নিয়েছে
প্রতিটি ধর্মে প্রতিটি গ্রন্হে
যাহার আদর্শ ভরে রয়েছে
যাহার ওশিলায় এলাম এ ধরায়
পেলাম সকলেই আলোর ঠিকানা
আমার নবীকে যে ভালোবাসে….
যে আগুন ভারতে জ্বালালি মনে
কোনো মুসলমান ভুলবেনা জীবনে
হাত আর জোবান তোর খসে পড়িবে
তামাম এ বিশ্ব তা দেখতে পাবে
তোর পাপেরী সাজা দেবে মোর খোদা
নবী নিয়ে যা করেছিস গোনা
জিহাদের তরে তৈরী হয়ে যাও
ইসলামের তরে দ্বীনের খাতিরে
লেখে নজরুল তাই বেবী নাজনিন কয়
ময়দানে সবাই নেমে পড়োনা