New Official Video 2023

Holy Tune presents Islamic Song : সময়ের সেরা মজার গজল । Amar Mamu Khalu Nai । আমার মামু খালু নাই । Muhammad Badruzzaman । Kalarab2022   


Song : Amar Mamu Khalu Nai

Tune & Singer : Muhammad Badruzzaman

Lyric : Monirul Islam

Music Director : Tanjim Reza

Record Label : Holy Tune Studio

Video Director : Alam Murshed

Mentor : Sayed Ahmad & Muhammad Badruzzaman


Lyric 


আরে আমি বেকার

আমা...র চাকরি নাই

মামু-খালু নাই

ঘুষের টাকাও নাই 


এখন কি হবে উপায়

আরে হায়,হায়,হায়

কী করবো এখন 


চাকরি চাইরে,চাকরি চাইরে

চাকরি নাইরে,চাকরি নাইরে


চাকরি নাম্বার সোনার হরিণ

কথায় খুজে পাই ।


আমার মামু-খালু নাই

চাকরি আমি কেমনে পাই

কেমনে পাই।


তাই তো দেশের বোঝা হয়ে

ভবো ঘুরে দিন কাটাই।


আমার মামু-খালু নাই

চাকরি আমি কেমনে পাই

কেমনে পাই।


তাই তো দেশের বোঝা হয়ে

ভবো ঘুরে দিন কাটাই।


তুই তো,তুই তো,তুই তো

পড়াশনায় ভালো ছিলি 

বিএ এমএ পাশ দিলি।


পড়াশনায় ভালো ছিলি 

বিএ এমএ পাশ দিলি।


সার্টিফিকেট সবই নিলি

কত খানে সিভি দিলি

তবুও তোর চাকরি হয় না ভাই

তবুও তোর চাকরি হয় না ভাই।


আমার মামু-খালু নাই

চাকরি আমি কেমনে পাই

কেমনে পাই।


তাই তো দেশের বোঝা হয়ে

ভবো ঘুরে দিন কাটাই

তাই তো দেশের বোঝা হয়ে

ভবো ঘুরে দিন কাটাই।


মামু-খালু নাই

চাকরি আমি কেমনে পাই

কেমনে পাই।


তাই তো দেশের বোঝা হয়ে

ভবো ঘুরে দিন কাটাই।


আবুল

ও আবুল 

কী আবু...ল

ধুর কথায় কমু না।


তুই কেমনে চাকরি পেলি 

রোজি ক্লাসে বকা খেলি।


তুই কেমনে চাকরি পেলি 

রোজি ক্লাসে বকা খেলি।


পাশ করলি ঠেলি-ঠুলি 

জবাব শুনে অবাক হয়ে যাই।


 এই খানে যে মা্মু-খালুর গন্ধ খুজে পাই

 এই খানে তো মা্মু-খালুর গন্ধ পাওয়া যায়।


আমার মামু-খালু নাই

চাকরি আমি কেমনে পাই

কেমনে পাই।


তাই তো দেশের বোঝা হয়ে

ভবো ঘুরে দিন কাটাই

তাই তো দেশের বোঝা হয়ে

ভবো ঘুরে দিন কাটাই।


মামু-খালু নাই

চাকরি আমি কেমনে পাই

কেমনে পাই।


তাই তো দেশের বোঝা হয়ে

ভবো ঘুরে দিন কাটাই।


আহারে,আহারে,আহারে


স্বাধীনতার জয়ন্তীতে হয়না মেধার মূল্যায়ন 

অই মেধাবীর গরিব পিতা যাবে বলো কই এখন

স্বাধীনতার জয়ন্তীতে হয়না মেধার মূল্যায়ন 

অই মেধাবীর গরিব পিতা বলো  যাবে কই এখন।


ন্যায়ের মুখের সরাও ছাই 

মেধার সঠিক মূল্য চাই

মেধার সঠিক মূল্য চাই।


আমার মামু-খালু নাই

চাকরি আমি কেমনে পাই

কেমনে পাই।


তাই তো দেশের বোঝা হয়ে

ভবো ঘুরে দিন কাটাই।


মামু-খালু নাই

চাকরি আমি কেমনে পাই

কেমনে পাই।


তাই তো দেশের বোঝা হয়ে

ভবো ঘুরে দিন কাটাই

তাই তো দেশের বোঝা হয়ে

ভবো ঘুরে দিন কাটাই

তাই তো দেশের বোঝা হয়ে

ভবো ঘুরে দিন কাটাই।


পড়া লেখা করে যে 

গাড়ি ঘোড়া চরে সে

এই কথাটা ছিলো নাকি বইয়েতে


ঠিক না বেঠিক


বাস্তব জিবনে পড়া লেখা কিছু না

ফাইনালে চাকরিটা জোটে না 


হ্যাঁ ঠিক ঠিক 

Holy Tune