যার মা আছে তার কাছে সব আছে
যার মা চলে গেছে সে জানে কতটা কী হারিয়েছে!
সব থাকা স্বত্তেও বুকের ভেতরটা ফাঁকা লাগে
তুমুল কোলাহলে থাকলেও বড্ড একা লাগে।
আমি তো গানের মানুষ। হৃদয়ের তৃষিত ক্ষরণ
তাই সুরের আদলে স্মরণ করি মা'কে।
যার মা আছে তার কাছে সব আছে
যার মা চলে গেছে সে জানে কতটা কী হারিয়েছে!
সব থাকা স্বত্তেও বুকের ভেতরটা ফাঁকা লাগে
তুমুল কোলাহলে থাকলেও বড্ড একা লাগে।
আমি তো গানের মানুষ। হৃদয়ের তৃষিত ক্ষরণ
তাই সুরের আদলে স্মরণ করি মা'কে।