Holy Tune presents Islamic Song : নতুন গজল ২০২০ । Anbo Notun Sokal । Khalid, Sakib, Jahid & Galib । Bangla Islamic Song
Song : Anbo Notun Sokal
Singer : Ahnaf Khalid, Fazle Elahi Sakib, Jahid Hasan, Galib Bin Azad, Abdullah Mushtak & Nasrullah
Lyric : Ehsan Jahid
Tune : Ahmod Abdullah
Music Direction : Muhammad Badruzzaman
Sound Design : Mahfuzul Alam
Record Label : Holy Tune Studio
Video Director : H Al Haadi
Lyric
আমাদের চোখে মুখে স্বপ্নের জাল
আনবো ফিরিয়ে এক নতুন সকাল ২
ঘুচিয়ে আধাঁর কালো
জ্বালবো দ্বীনের আলো ২
ধরবো শক্ত হাতে আগামীর হাল
আমাদের চোখে মুখে স্বপ্নের জাল
আনবো ফিরিয়ে এক নতুন সকাল ২
কুরআনের আলো দিয়ে সাজাবো জীবন
ঈমানের পূতঃ রঙয়ে রাঙাবো ভূবন ২
খোদায়ী মদদ নিয়ে
অনাচার রুখে দিয়ে ২
জ্বালবো ধরার বুকে নূরের মশাল
আমাদের চোখে মুখে স্বপ্নের জাল
আনবো ফিরিয়ে এক নতুন সকাল ২
উড়াবোই কালেমার বিজয় নিশান
খোলাফায়ে রাশেদার গেয়ে যাবো গান ২
অন্যায় মুছে ফেলে
ঐশি প্রদিপ জ্বেলে ২
ফুটাবো ন্যায়ের সেই সূর্য সকাল
আমাদের চোখে মুখে স্বপ্নের জাল
আনবো ফিরিয়ে এক নতুন সকাল ২
রাসূলের আদর্শে গড়বো সমাজ
করবো কায়েম ভবে ইসলামী রাজ ২
আল্লাহ নামের সূরে
জাগবো নতুন ভোরে ২
আনবো ফিরিয়ে সোনালী সে কাল
আমাদের চোখে মুখে স্বপ্নের জাল
আনবো ফিরিয়ে এক নতুন সকাল ২