New Official Video 2023

আল্লাহু আকবার | Baby Najnin | সমসাময়িক সেরা গজল | Allahu Akbar | Hijab Girl Muskan


Title : Allahu Akbar

Artist : Baby Najnin 

Lyrics & Tune : SM Nazrul 

Camera : Asad Madani 

Audio & Video Editing : Baby Najnin 

Released : BN Official 


Song Lyrics :


আল্লাহু আকবার বল রে সবাই  আল্লাহু আকবার বল

আল্লা মোদের সৃষ্টি কর্তা তার হুকুমেতে চল


ধর্ম আমার ধর্ম তোমার ধর্ম সবারী তরে

তার উপরে আঘাত করে কেউ যদি ছোট করে

আগুন জ্বলে বুকের ভিতর আমরা কি এত দুর্বল


মুসলিম জাতি কারো করেনা ক্ষতি 

তবু লান্ছনার শিকার হয়

মাফ করে দিই নাদান ভেবে 

ওরা ভাবে আমরা করি ভয়

এক মুসকান দেখিয়ে দিল

বিশ্বকে করে টলমল


এসো সবাই এক হয়ে যায় 

হকের পথে আওয়াজ তুলি

প্রয়োজনে জীবন দেবো

মানবোনা আর কারো বুলি 

নজরুল বলে দেখাবো এবার 

জেগেছি মোরা সকল

Baby Najnin