সাইমুমের প্রতিবাদী গান | তাকবীর | TAKBIR | ALLAHU AKBAR | আল্লাহু আকবার | SAIMUM NEW SONG | সাইমুম

তাকবীর | TAKBIR
কথাঃ ইমাম সাদিক আদনান
সুরঃ রাআদ ইজামা
-------------------------------------
****** লিরিক্স ******
লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার
লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার ||


যে ধ্বনি দাঁড়ায় শত হায়েনার সামনে সিংহী হয়ে
যে ধ্বনি তাড়ায় গেরুয়া শ্বাপদ আল্লাহর নাম লয়ে
যে ধ্বনি হৃদয়ে হিমালয় হয়ে জেগে ওঠে অনিবার
যে ধ্বনি গৌড় প্রাসাদ পুড়ায়ে করে দেয় ছারখার ||


যে ধ্বনি এনেছে বখতিয়ারের লক্ষণবধ স্মৃতি
যে ধ্বনি দিয়েছে টিপুর অমাঘ অক্ষয় শেষকৃতি
যে ধ্বনিতে বিন কাসিমের হাতে লুটায় দাহিররাজ,
যে ধ্বনি আনে বদরের তেজ এই হৃদে বারবার


আমরা এখনো রয়েছি জেগে সাহসিয়া পদাতিক
ভেবো না ভীতু অক্ষম দীল মেঘ দেখে সাময়িক,
সজোরে হাঁকো সেই তাকবীর গগনবিদারী তেজ,
দেখো পালাবে দাঁতাল নেকড়ে গুটায়ে আপন লেজ!


যে ধ্বনি জাগায় হাজারো শহীদ, সূর্য সোনালী দিন,
যে ধ্বনি আবার করবে আযাদ, কাশ্মীর ফিলিস্তিন
যে ধ্বনি ছড়াবে সবুজ বদ্বীপে নয়া জমানার ঢেউ
সে ধ্বনি মোদের কলিজা বিদারী আল্লাহু আকবার!
হৃদয় ছুঁয়ে যাওয়া নতুন গজল। Paper Bojha । পাপের বোঝা। হলি টিউন। New Gojol 2022
দুই সেরা কন্ঠে মন জুড়ানো গজল - Baby Najnin & Arif Sagar - থাকলে নবীর যুগে আমি
অন্যকে ঠকানো হুমায়রা আফরিন ইরা-Onnoke Thokano Gojol Humayra Afrin Era
এই প্রথম হাফেজদের নিয়ে কলরবের সংগীত । Huffajul Quran । হুফফাজুল কুরআন
ভাবতে যখন বসি দুচোখ বুজে সান্ত্বনা সুখ পাইনে কোথাও খুঁজে । ভাবতে যখন বসি । জাইমা নূর
ফেব্রুয়ারির একুশ তারিখ উনিশশো বাহান্ন সাল -Ekhusher Kanna । জাইমা নূর । আফিফা হাসান রাফা
রাসুলের অপমানে চুপ কেনো | Rasuler Opomane
নতুন ইসলামী সংগীত । Ami Chaina Bachte - Kalarab । Abu Rayhan And Mahfuzul Alam
ঈদ এসেছে ঈদ এসেছে - New Official Video
আকাশের মতো মোর হৃদয়টা গড়ে দাও লিরিক্স-Akasher moto mor hridoy ta gore dao lyrics