ইয়াসের তোলপাড় করা গজল - Baby Najnin - আল্লাহ্ তোমার দয়া কত - New Official Video
Title : Allah Tomar Doya Koto
Artist : Baby Najnin
Lyrics : SM Nazrul
Camera : Asad Madani
Audio & Video Editing : Baby Najnin
Released : BN Official
Song Lyrics : 👇👇
আল্লাহ্ তোমার দয়া কত
অবুঝ আমরা বুঝিনা তো
যাকেই তুমি ইচ্ছা করো
জিরোকে তুমি হিরো করো
আল্লাহু আল্লাহ্ - আল্লাহু আল্লাহ্
কে বোঝে তোমার লিলা খেলা
শক্তি যে কারো নাই
হাজার বিপদে নাজাত পাই
কেউ ফের ভাসে বন্যায়
জুলুম জালিমের করো খতম
কেটেছে যারা প্রেমের বাঁধন
তাঁদেরকে শাস্তি দিলে এমন
হয়ে গেছে আজ তারা কেমন
আল্লাহু আল্লাহু
ইসলাম আছে থাকবে জানি
কায়েম এ দুনিয়ায়
অনেক আঘাত করেছো সবাই
এবার পালাবে কোথায়
তওবা করে সব এসো ফিরে
নইলে যাবে গজবে পড়ে
নাস্তে নাবুদ ঐ হয়ে যাবে
পালাবার পথ না খুঁজে পাবে
আল্লাহু আল্লাহ্
কত রকমের গজব আছে
মোর আল্লাহ্ পাকের হাতে
একের পর এক আসবে চলে
পাপীদের শাস্তি দিতে
এস এম নজরুল বলে শোনো
একিন ইমানে জোশ আনো
আল্লার দয়া হলে জেনো
ভয়ের বালাই না থাকবে কোনো
আল্লাহু আল্লাহ্