Holy Tune presents Islamic Song : নতুন শিশুশিল্পীদের গজল । Allah Tomay Valobasi । আল্লাহ্ তোমায় ভালোবাসি । Kalarab Shilpigosthi
Song : Allah Tomay Valobasi
Singer : Nowshad Hossain, Nibir & Abdullah Minhaj
Lyric : Sharmin Ritu
Tune : Sayed Ahmad
Sound Design : Tanjim Reza
Record Label : Holy Tune Studio
Video Director : Abu Bakar Siddik
লিরিক্স:
আল্লাহ আমি তোমায় ভালোবাসি)।।
ত্রুটিহীন নিঁখুত সৃজন তোমার
অনুবভ জাগায় প্রেমে পড়ার)।।
চাহিদার চাইতেও দিয়েছো বেশি
তুমি চাহিদার চাইতেও দিয়েছো বেশি
( আল্লাহ আমি তোমায় ভালোবাসি)।।
শয়তানের ধোকায় করেছি গুনাহ ক্রমাগত
ভালোবাসো বলেই করেছো ক্ষমা অবিরত)।।
বৃষ্টি ধারার মতো ঝরাউ রহম)।।
শুধু রাশি রাশি
আল্লাহ আমি তোমায় ভালোবাসি)।।
নিশ্চুপ রতের শোন শান নিরবতা
জোৎনার রাতে জোনাকির উধারতা)।।
সবুজ প্রকৃতির সুন্দর্য দেখে
তোমার প্রেমে ভাসি
( আল্লাহ আমি তোমায় ভালোবাসি)।।
ত্রুটিহীন নিঁখুত সৃজন তোমার
অনুবভ জাগায় প্রেমে পড়ার)।।
চাহিদার চাইতেও দিয়েছো বেশি
তুমি চাহিদার চাইতেও দিয়েছো বেশি
( আল্লাহ আমি তোমায় ভালোবাসি)।।