New Official Video 2023

আসাম ও সিলেটের বন্যার্তদের নিয়ে কষ্টের গজল | Baby Najnin | একি বন্যা এলো | New Gojol 2022


Title                     : Aki Bonnya Elo Re

Artist                   : Baby Najnin

Lyrics                  : SM Nazrul

Tune                    : Collected

Audio & Video    : BN Studio

Thumbnail          : Asad Madani

Camera               : Asad Madani

Released             : BN Official

Song Lyrics :


একি বন্যা এলো রে সবি ভেসে যায় রে

অসহায় হয় লাখো মানুষ সব কিছু হারায়রে


কত মানুষ ভেসে গেছে কে কার হিসাব রাখে

চোখের জলে বুক ভেসে যায় দৃশ্যগুলো দেখে

জানাযা নেই ওই অবস্থায় দেয় জলে ভাসাই রে


যারা আছে বেচেঁ তারা কাঁদে ক্ষুধার যন্ত্রণায়

একটু খাবার একটু পানি পেলে জানটা বেচেঁ যায়

দয়া করো একটু সবাই সাহায্য করি সবাই রে


এস এম নজরুল দোয়া করে আল্লাহ তুমি সবর দাও

আসামবাসীকে বন্যা হতে এবার তুমি মুক্তি দাও

সিলেটবাসীকে বন্যা হতে এবার তুমি মুক্তি দাও

আবার যেন নতুন করে আলোর দেখা পায় রে

Baby Najnin
আমার চোখে ভাইয়া তুমি হাজার তারার ফুল । জাইমা নূর । যায়িদ রুসাফি
রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয় লিরিক্স- Roja tar kemon hole Allah khusi hoy lyrics
ও আল্লাহ্‌ কালিমা নসীবে মোর দিয়ো লিরিক্স-Kalima Nosibe Mor Diyo
আমি ক্ষুদ্র তাই বুঝিতে পারিনা লিরিক্স-Ami Khudro Tai Lyrics
Abbu Tomar Chuti Kobe (শিশুশিল্পীর নতুন গজল)
বাছাইকৃত সেরা নতুন গজল । Top Bangla Islamic Song | Popular Islamic Gojol
Hariye Jabo Ekdin | হারিয়ে যাবো একদিন | Qari Abu Rayhan
চাঁদের বুড়ি চরকা কাটে চাঁদেরই দোলায়-chader buri chorka kate chaderi dolay
আজ আছি কাল যদি না থাকি এ দুনিয়ায়-
মন ছুঁয়ে যাবার মতো একটি নাত - Baby Najnin - Allah Ghumonto Amar - Official Video 2021